গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অড সিগনেচার ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন ব্যান্ডের আরও তিন সদস্য। এরপর অনির্দিষ্টকালের বিরতিতে যায় ব্যান্ডটি। এক বছর পর আগামী মাসে ফেরার কথা থাকলেও আবারও মৃত্যুর কারণে কনসার্ট পিছিয়ে গেল। এবার মারা গেছেন রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল, যিনি আসন্ন কনসার্টে সাউন্ডের দায়িত্বে ছিলেন। কনসার্ট স্থগিতের খবরটি ফেসবুকে জানিয়েছে ব্যান্ডটি।

ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘গতকাল (রোববার) আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, ব্যাপারটা মেনে নেওয়া এ মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব। কিছুদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি এবং গতকাল রাতুল ভাই। এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক। তাই আমরা আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।’

এ কে রাতুল।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস র ট আম দ র

এছাড়াও পড়ুন:

গাড়িটার জন্য খারাপ লাগছে

আগের পর্বআরও পড়ুনএভাবে অপমান!২১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ