চাকসু নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
Published: 30th, July 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি হয়। এতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ উপস্থিত ছিলেন। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিতে একটি পোস্ট দিয়ে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য, দুই সহ-উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বর্ষাকালীন ছুটি চলছে। তাই ওই ভবনের কার্যক্রম বন্ধ। তবে শিক্ষার্থীরা যখন স্লোগান দিচ্ছিলেন, তখন ওই ভবনের সিনেট কক্ষে শিক্ষকদের নিয়োগের পরীক্ষা চলছিল।
আন্দোলনকারীরা ‘এক দুই তিন চার/চাকসু আমাদের অধিকার/রুখে দেওয়ার সাধ্য কার’; ‘৩৫ বছরের বঞ্চনা/ মানি না, মানব না’; ‘ডাকসু হলো, রাকসু হলো/চাকসু কেন থেমে গেল’— ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, ‘৩৫ বছর ধরে চাকসু শুধু ভাতের হোটেল হিসেবে রয়েছে। আমরা চাই চাকসু শুধু খাবারের স্থান না হয়ে অধিকার আদায়ের কেন্দ্র হবে।’
কর্মসূচিতে খান তালাত মাহমুদ বলেন, ডাকসু, জাকসু, রাকসুর তফসিল হয়েছে, কিন্তু ৩৫ বছরেও চাকসুর তফসিল ঘোষণা হয়নি। চাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তফসিল দিতে হবে, না হলে ক্যাম্পাস খুললে শিক্ষার্থীরা বড় আন্দোলনে নামবে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাব্বির হোসাইন বলেন, ১ আগস্ট তফসিল ঘোষণা করতে হবে, শুধু রোডম্যাপ দিয়ে চলবে না। ক্যাম্পাসে স্থিতিশীলতা চাইলে চাকসুর বিকল্প নেই। প্রশাসন এই ব্যাপারটি এড়িয়ে চলছে।
চাকসু নির্বচনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: তফস ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন