লিভারপুল ছেড়ে ১ হাজার কোটি টাকায় বায়ার্ন মিউনিখে লুইস দিয়াজ
Published: 30th, July 2025 GMT
সবকিছু চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে সেই ঘোষণাটাও চলে এল। লিভারপুল থেকে ৬ কোটি ৫৫ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৫ কোটি টাকার চুক্তিতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন লুইস দিয়াজ।
কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছে বায়ার্ন। এর মধ্য দিয়ে অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে দিয়াজের সাড়ে তিন বছরের সম্পর্কেরও অবসান ঘটেছে।২৮ বছর বয়সী দিয়াজকে গত শনিবার এসি মিলানের বিপক্ষে লিভারপুলের প্রাক্-মৌসুম ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছিল।
মূলত তখনই তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি একরকম নিশ্চিত হয়ে যায়। এর আগে চলতি মাসের শুরুতে বায়ার্নের ৫ কোটি ৮৬ লাখ পাউন্ডের প্রাথমিক প্রস্তাব লিভারপুল প্রত্যাখ্যান করলেও পরবর্তী সময় ৬ কোটি ৫৫ লাখ পাউন্ডের চুক্তিতে দুই দল সমঝোতায় পৌঁছায়।
আরও পড়ুনচেলসি-বার্সেলোনায় ব্যর্থ ফেলিক্স এবার ক্লাবেও রোনালদোর সতীর্থ২৮ জুলাই ২০২৫চুক্তি স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় দিয়াজ বলেন, ‘আমি খুব খুশি। বায়ার্নের মতো বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অংশ হতে পারা আমার জন্য অনেক বড় বিষয়। আমি আমার খেলার ধরন এবং ব্যক্তিত্ব দিয়ে নতুন দলকে সাহায্য করতে চাই। আমার লক্ষ্য প্রতিটি সম্ভাব্য শিরোপা জয় করা।’ বায়ার্নে তিনি ১৪ নম্বর জার্সি পরে খেলবেন।
২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন দিয়াজ। ক্লাবটির হয়ে ১৪৮ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই লিভারপুলের হয়ে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেন এই উইঙ্গার।
আরও পড়ুনদলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা ৩ ঘণ্টা আগেএরপর ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে ছিলেন তিনি, যদিও সেই ফাইনালে হেরে যায় লিভারপুল। গত মৌসুমেও দারুণ সময় পার করেছিলেন দিয়াজ।
সব প্রতিযোগিতা মিলিয়ে দিয়াজ করেছিলেন ১৭ গোল। আর দলের সঙ্গে তাঁর প্রাপ্তি ছিল প্রিমিয়ার লিগ শিরোপা জয়। লিভারপুলের সফলতা পাওয়ার পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে দিয়াজ যাচ্ছেন জার্মান চ্যাম্পিয়নদের ডেরায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল খ প উন ড
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে