২০২৫ সালের প্রথম ছয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে। মার্কিন অর্থদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, জুনের শেষ পর্যন্ত ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা ২০২৪ সালে সংগৃহীত ৭৯ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।

হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্কিন অর্থনৈতিক নীতিমালাকে ছিঁড়ে ফেলেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিতে পৌঁছেছে যেখানে বিদ্যমান শুল্কের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাম্প যে সর্বোচ্চ হার আরোপের হুমকি দিয়েছিলেন তার চেয়েও যথেষ্ট কম।

জুন মাসে শুল্ক রাজস্ব ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জানুয়ারিতে সংগৃহীত পরিমাণের প্রায় চারগুণ বেশি।

ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর তিনি যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন তা আমেরিকাকে ‘আবার মহান ও ধনী’ করে তুলছে। কারণ  ১ আগস্টের সময়সীমার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ওয়াশিংটনের সাথে চুক্তিতে পৌঁছাতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “এক বছর আগে আমেরিকা একটি মৃত দেশ ছিল, এখন এটি বিশ্বের যে কোনো জায়গায় সবচেয়ে জনপ্রিয় দেশ।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ