Prothomalo:
2025-08-01@14:21:44 GMT

বিকিনিতে চমকে দিলেন কিয়ারা

Published: 31st, July 2025 GMT

কিয়ারা আদভানি এখন আলোচনায় তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-এর জন্য। অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ট্রেলারে তাঁর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত, তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার গান ‘আবন যাবন’-এ হৃতিক রোশনের সঙ্গে কিয়ারার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে অনুরাগীদের মাঝে। তবে এই নতুন লুকে আসার জন্য কিয়ারাকে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে, তা উঠে এসেছে বলিউডের পুষ্টিবিদ নিকোল লিনহারেস কেডিয়ার বক্তব্যে।

বিকিনি লুকেও নজর কেড়েছেন কিয়ারা। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ