মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার (১ আগস্ট) ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আল আইন শহরের সুইহান এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। খবর খালিজ টাইমসের। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে আল মির্জাম সময়কালে। যা গ্রীষ্মের সবচেয়ে প্রচণ্ড তাপপ্রবাহের পর্যায় হিসেবে পরিচিত।

এই সময়টিতে দেশে শুরু হয়েছে ওয়াঘরাত আল কায়েজ বা গরম বাতাস পর্ব। এটি ২৯ জুলাই শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। এসময়ের বাতাস শুষ্ক ও ধূলিঝড়-মিশ্রিত হয়ে থাকে। এটি ডিহাইড্রেশন, হিট স্ট্রোক ও অন্যান্য স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

দেশটির বুর্জিল হোল্ডিংস-এর জলবায়ু স্বাস্থ্য বিশেষজ্ঞ ড.

মোহাম্মদ ফিতিয়ান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাপজনিত কারণে হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। ডিহাইড্রেশন, রোদে পোড়া ও দীর্ঘস্থায়ী রোগের অবনতি এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘শুধু অসুস্থ নয়, সুস্থ ব্যক্তিরাও বিপদের মুখে। ৫০ ডিগ্রির ওপরে তাপমাত্রায় শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায় এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়।

শিশু, বৃদ্ধ ও বাইরে কাজ করা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।’ মুসাফাহ লাইফকেয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ড. বাইজু ফয়জল জনগণদের রোদে সরাসরি না যাওয়ার অনুরোধ করেন। তিনি জানান, অল্প সময় রোদে থাকলেও হিটস্ট্রোক, অজ্ঞান হয়ে যাওয়া, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার মতো জটিলতা দেখা দিতে পারে। 

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীরা, চলছে স্লোগান

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।

সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।

শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দুইটার কিছু আগে

সম্পর্কিত নিবন্ধ