কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হবে মঙ্গলবার
Published: 4th, August 2025 GMT
সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির কাপ্তাই বাঁধের জলকপাটগুলো সোমবার দুপুরের পরিবর্তে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৭.৪৯ এমএসএল (মিনস সি লেভেল)। আজ দুপুরে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে না খুলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে জলকপাটগুলো খোলা হবে।
এর আগে, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানি বিপৎসীমায় পৌঁছেছে। সোমবার বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে তুলে দেয়া হবে। ফলে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে পড়বে।
ঢাকা/শংকর/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হবে
কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি খুলে দেওয়া হবে।
রবিবার (৩ আগস্ট) কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা রবিবার সন্ধ্যা ৬টার দিকে ১০৭ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে সোমবার দুপুর ৩টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে ৯ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।
আরো পড়ুন:
বাঁধন-সাবার ভার্চুয়াল দ্বন্দ্বে যোগ দিলেন অরুণা বিশ্বাস
‘আমরা জানি না আজ আমাদের জীবনে কী ঘটতে যাচ্ছে’
বার্তায় আরো জানা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।
ঢাকা/শংকর/মাসুদ