ঢাকার আশুলিয়ার বিশমাইলে ঢাকা-আরিচা মহাসড়কে ছুরিকাঘাতে শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানের চালক শামীম হোসেন (৩০) মারা গেছেন। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বিশমাইল এলাকা থেকে এক রিকশা চালক ছুরিকাঘাতে রক্তাক্ত শামীমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

‘তাবু আর হাসপাতালগুলো এখন ট্র্যাজেডির মঞ্চ’ 

বুড়িগঙ্গায় মিলল নারী-শিশুসহ ৪ লাশ 

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান দুপুরে মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শামীম হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানে করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।

ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশা চালক সাগর আলী বলেন, ‘‘আমি যাত্রী নিয়ে বিশমাইলে গিয়েছিলাম। ফেরার পথে সকাল ৮টার দিকে সড়কে লোকজনের জটলা দেখি। শামীমকে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সবাই মিলে তাকে আমার রিকশায় তুলে দিলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ভিতরে নেয়ার সময় তিনি মারা যান। তার শরীর থেকে রক্ত ঝরেছিল। তিনি নিস্তেজ ছিলেন। তেমন কথা বলতে পারেননি।’’  

হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ডা.

ইউসুফ আলী বলেন, ‘‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা চিকিৎসার সুযোগ পাইনি। পরে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’ 

শাহ সিমেন্ট কোম্পানির পরিদর্শক হানিফ সিকদার বলেন, ‘‘শুনেছি ছিনতাইকারী আমাদের চালক শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তার কাছ থেকে কী কী ছিনতাই হয়েছে, তা এখনো জানি না।’’

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘‘মরদেহের সুরতহাল করেছি। পায়ের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’’

ঢাকা/সাব্বির/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ন হত

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ