ছুরিকাঘাতে রক্তাক্ত যুবক সড়কে পড়েছিল, হাসপাতালে মৃত্যু
Published: 25th, August 2025 GMT
ঢাকার আশুলিয়ার বিশমাইলে ঢাকা-আরিচা মহাসড়কে ছুরিকাঘাতে শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানের চালক শামীম হোসেন (৩০) মারা গেছেন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বিশমাইল এলাকা থেকে এক রিকশা চালক ছুরিকাঘাতে রক্তাক্ত শামীমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
‘তাবু আর হাসপাতালগুলো এখন ট্র্যাজেডির মঞ্চ’
বুড়িগঙ্গায় মিলল নারী-শিশুসহ ৪ লাশ
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান দুপুরে মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শামীম হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় থেকে শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানে করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।
ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশা চালক সাগর আলী বলেন, ‘‘আমি যাত্রী নিয়ে বিশমাইলে গিয়েছিলাম। ফেরার পথে সকাল ৮টার দিকে সড়কে লোকজনের জটলা দেখি। শামীমকে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সবাই মিলে তাকে আমার রিকশায় তুলে দিলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ভিতরে নেয়ার সময় তিনি মারা যান। তার শরীর থেকে রক্ত ঝরেছিল। তিনি নিস্তেজ ছিলেন। তেমন কথা বলতে পারেননি।’’
হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ডা.
শাহ সিমেন্ট কোম্পানির পরিদর্শক হানিফ সিকদার বলেন, ‘‘শুনেছি ছিনতাইকারী আমাদের চালক শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তার কাছ থেকে কী কী ছিনতাই হয়েছে, তা এখনো জানি না।’’
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘‘মরদেহের সুরতহাল করেছি। পায়ের হাঁটুর ওপর গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’’
ঢাকা/সাব্বির/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ন হত
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা