ইউক্রেনে রাজধানী কিয়েভে রাতভর বোমাবর্ষণ করেছে রাশিয়া। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী, স্বীকার ইউক্রেনের

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

মেয়র আরো জানান, হামলায় দারনিটস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পার্শ্ববর্তী দনিপ্রো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হামলার আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এক লাখেরও বেশি ইউক্রেনীয় পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এর মধ্যে রাতেই আবার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটেছে। 

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ১৪ বছর বয়সী এক কিশোরী হামলায় নিহত হয়েছে। সর্বশেষ ড্রোন হামলায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০টিরও বেশি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া, একটি কিন্ডারগার্টেন সহ অনেক ভবনে আগুন লেগেছে।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পরও ইউক্রেনের মাটিতে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেখা যাচ্ছে না।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করেছেন। আলাস্কায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেছেন।

ট্রাম্প পুতিন-জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি এতে সমর্থন জানিয়েছেন, তবে শান্তিচুক্তি হলেও ভবিষ্যতে যেন রাশিয়া আর কোনো হামলা চালাতে না পারে, এর জন্য তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে জানান, তিনি এই সপ্তাহে নিউ ইয়র্কে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে রুশ কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ