বন্দরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসি’র মতবিনিময়
Published: 28th, August 2025 GMT
বন্দরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বন্দর থানার ওসি লিয়াকত আলীর মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে বন্দর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্যে সাংবাদিকরা বলেন, বন্দরে মাদক নিয়ন্ত্রণে প্রথম ভ’মিকা রাখতে হবে মাদক প্রবেশের পথ বন্ধ করা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন বাহিনীর তৎপরতা থাকায় মাদক পাচারকারীরা নৌগথসহ গ্রাম্য সড়ক ব্যবহার করে।
এ সকল পথে পুলিশী নজধারী বৃদ্ধি পেলে বন্দরে মাদক প্রবেশ অনেকাংশে কমে যাবে। এছাড়া পালিয়ে থাকা ফ্যাসিস্টদের সন্ত্রাসীরা বর্তমানে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ধারণ করে খুন, জখম, দাঙ্গা ফ্যাসাদ, চুরি ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে।
অপরাধীরা অন্যস্থানে খুন করে বন্দরের নির্জন স্থানে লাশ ফেলে চলে যাচ্ছে। এ বিষয়টির দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরধারীতে আনতে হবে। বর্তমানে অনেক অপরিচিত লোক অটো বা রিকশা চালাচ্ছে। যারা কখনো এ অঞ্চলে ছিল না। এতে বিষয়ে খোঁজ খবর নেয়া দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের বক্তব্যে শেষে ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকরা আমাকে সহায়তা করলে অপরাধ দমনে আমি অনেকটা এগিয়ে যাব। তবে অন্য থানার চেয়ে বন্দরে অপরাধ প্রবনা কিছুটা কম। তারপরেও আমরা অপরাধীদের ছাড় দেব না।
আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। মতবিনিময় সভায় বন্দর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মাহফুজ আলম জাহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মামুন মিয়া, দিন ইসলাম দিপু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মহিউদ্দিন ছিদ্দিকী, অর্থ সম্পাদক লতিফ রানা, নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হাজী নাছির উদ্দিন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মো”: আলীম, কবির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মেহেদী হাসান মুন্না প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপর ধ
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে