দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের দাদি ও রাম চরনের নানি মারা গেছেন। শনিবার (৩০ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লু কানাকারাত্তিনাম। তার বয়স হয়েছিল ৯৪ বছর। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৩০ আগস্ট) হায়দরাবাদের বাড়িতে মারা গেছেন আল্লু কানাকারাত্তিনাম। বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মেগাস্টার চিরঞ্জীবীর শাশুড়ি। 

আরো পড়ুন:

অভিনেত্রীকে অশালীন স্পর্শ, ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ঘোষণা, অভিনেতার ক্ষমা প্রার্থনা

১২ বছরের ছোট নায়িকার সঙ্গে বাগদান সারলেন বিশাল

রাম চরণ মুসৌরিতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে, আল্লু অর্জুন অ্যাটলির পরবর্তী সিনেমার কাজে মুম্বাইয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত হায়দরাবাদে উড়ে যান তারা। গতকালই আল্লু কানাকারাত্তিনামের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাতে যোগ দেন চিরঞ্জীবী, রাম চরণ, আল্লু অর্জুনসহ পরিবারের অন্য সদস্যরাও।  

দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা আল্লু রামালিঙ্গ। ২০০৪ সালের ৩১ জুলাই মারা যান তিনি। পদ্মশ্রী প্রাপ্ত এ অভিনেতার স্ত্রী আল্লু কানাকারাত্তিনাম। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন— আল্লু অরবিন্দ (পুত্র), সুরেখা (কন্যা)। 

বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে পা রাখেন আল্লু অরবিন্দ। তবে অভিনেতা নন, প্রভাবশালী প্রযোজক ও প্রদর্শক হিসেবে নিজের জায়গা গড়ে নেন। আল্লু অরবিন্দ নির্মলার সঙ্গে সংসার বেঁধেছেন। এ সংসারে জন্ম নেয় আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। এই দুই অভিনেতাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।

অন্যদিকে, আল্লু রামালিঙ্গ-আল্লু কানাকারাত্তিনাম দম্পতির কন্যা সুরেখা শোবিজে পা রাখেননি। তবে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চিরঞ্জীবী-সুরেখা দম্পতির তিন সন্তান। তারা হলেন—রাম চরণ (পুত্র), সুস্মিতা (কন্যা), শ্রীজা (কন্যা)। চলচ্চিত্রে রাম চরণ নিজেকে প্রতিষ্ঠিত করলেও, দুই বোনের কেউই অভিনয়ে আসেননি। 

 

 

 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র ম চরণ অর জ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ