অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে চেনেন সবাই এক অন্যরকম বিনোদনদাতা হিসেবে। কখনও ব্যাট হাতে ঝড় তোলেন, আবার কখনও নাচ বা ভিন্নধর্মী লুকে মাতিয়ে রাখেন ভক্তদের। এবারও তিনি আলোচনায় উঠে এসেছেন এক নতুন চেহারায়। যা দেখে ভক্তদের চোখে ভেসে উঠেছে মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত লম্বা চুলের দিনগুলো।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন ওয়ার্নার। কালো টি-শার্টে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি, মুখে চিরচেনা হাসি, আর মাথায় বাড়তে থাকা লম্বা চুল। ছবির ক্যাপশনে লিখেছেন— “It’s coming along well” —যা স্পষ্ট করে জানিয়ে দিলো, নিজের নতুন হেয়ারস্টাইল নিয়ে বেশ সন্তুষ্ট এই তারকা।

আরো পড়ুন:

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি

‘ক্যাপ্টেন কুল’ শুধু ধোনির

ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে পড়ে গেল ২০০০ সালের শুরুর ধোনিকে। সেই সময় লম্বা চুলে একেবারে ভিন্ন আভায় মাঠ কাঁপিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই লুকের ছায়া যেন দেখা গেল ওয়ার্নারের চুলে।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। তবে ব্যাট এখনও তার হাতে ঝলমল করছে। বিভিন্ন টি–টোয়েন্টি লিগে খেলছেন তিনি নিয়মিত। এ মাসের শুরুতে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড-২০২৫’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ৭১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে। মাত্র ৫১ বলে ১২ চার আর ১ ছক্কায় সাজানো সেই ইনিংসেই ওয়ার্নার পেছনে ফেলেন বিরাট কোহলিকে, উঠে আসেন টি–টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।

বর্তমানে ওয়ার্নারের সংগ্রহ ৪২৪ ম্যাচে ১৩,৫৯৫ রান। যার মধ্যে রয়েছে ৮টি সেঞ্চুরি আর ১১৩টি হাফসেঞ্চুরি। গড় ৩৬.

৪৪, স্ট্রাইক রেট ১৪০.২৫। যা প্রমাণ করে এখনও আগুন বাকি আছে তার ব্যাটে। তুলনায় কোহলির ঝুলিতে রয়েছে ৪১৪ ম্যাচে ১৩,৫৪৩ রান। আর শীর্ষে রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল, যিনি করেছেন ১৪,৫৬২ রান ও রেকর্ড ২২টি শতক।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান