রাজবাড়ীর গোয়াল‌ন্দে নুরাল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রা‌সেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে অন্তত অর্ধশত। 

রাসেল মোল্লা গোয়ালন্দ উপ‌জেলার দেবগ্রাম ইউ‌নিয়‌নের জতু মিস্ত্রীপাড়া গ্রা‌মের মো. আজাদ মোল্লার ছে‌লে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ ম‌হিউদ্দিন আনসার ক্লাবে জ‌ড়ো হয়ে বি‌ক্ষোভ ক‌রে মুসল্লিরা ও তৌহিদী জনতা। সেসময় উপ‌জেলা নির্বাহী অফিসারের গা‌ড়ি এবং পু‌লি‌শের দুটি গা‌ড়ি ভাঙচুর ক‌রে তারা।

পরে নুরাল পাগ‌লার বাড়ি ও দরবা‌রের গেট ভেঙে ভেত‌রে প্রবেশ ক‌রে। ভবন ও দরবার শরীফ ভাঙচুরের পর অগ্নিসং‌যোগ করে। প‌রে নুরুল হক ওর‌ফে নুরাল পাগ‌লার মর‌দেহ কবর থে‌কে তু‌লে ঢাকা-খুলনা মহাসড়‌কের পদ্মার মোড় এলাকায় নি‌য়ে পু‌ড়ি‌য়ে ফেলা হয়। 

প‌রে সেনাবা‌হিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা আহত‌দের উদ্ধার ক‌রে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্স হাসপাতা‌লে পাঠা‌য়।

রাজবাড়ী পু‌লিশ সুপার মো.

কামরুল ইসলাম ব‌লেন, “গোয়াল‌ন্দে নুরুল হ‌কের দরবার ও বাড়ি‌তে তৌ‌হিদী জনতার হামলার ঘটনায় রা‌সেল মোল্লা না‌মে একজন ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রবিউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দরব র ঘটন য়

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ