পটুয়াখালীর বাউফলে হাত-পা ও মাথাবিহীন এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌ ফাঁড়ি পুলিশ।

আরো পড়ুন:

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১

মরদেহের পাশে একটি নীল রঙের প্যান্ট পাওয়া গেছে। পুলিশের ধারণা, নিহতের বয়স ৭ থেকে ৮ বছর হতে পারে। 

কালাইয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দেখে বোঝার উপায় ছিল না এটি মানুষের মরদেহ। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় উদ্ধারকৃত মরদেহ একটি শিশুর। কীভাবে মরদেহ সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আশপাশের সব থানায় রিপোর্ট করা হয়েছে। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‍“মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পুলিশ।”

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ