মন্টেনেগ্রোকে উড়িয়ে দিলো মদ্রিচরা
Published: 9th, September 2025 GMT
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে ক্রোয়েশিয়া। জাগরেবে সোমবার দিবাগত রাতে ১০ জনের মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে শুধু গ্রুপে শীর্ষেই নয়, বরং ঘরের মাঠে বাছাইপর্বে টানা অপরাজিত থাকার রেকর্ডও আরও লম্বা করল তারা। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে নিজেদের মাঠে বাছাইপর্বের ম্যাচে এখনও হার দেখেনি ক্রোয়াটরা (১১ জয়, ৩ ড্র)।
ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে শুক্রবার মাত্র ১-০ গোলে কষ্টার্জিত জয় পেলেও মন্টেনেগ্রোর বিপক্ষে শুরু থেকেই আলাদা প্রত্যাশা ছিল। কারণ, আগের চারটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে তিনটিতেই অন্তত দুই গোলের ব্যবধানে হার মানে মন্টেনেগ্রো।
আরো পড়ুন:
মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিলো স্পেন
অবশেষে জার্মানির স্বস্তির জয়
তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না ক্রোয়েশিয়ার জন্য। ইগর ভুজাসিচ ইনজুরিতে মাঠ ছাড়লেও মন্টেনেগ্রো প্রথম দিকে বেশ ভালোভাবেই লড়াই করছিল। ফ্রানিয়ো ইভানোভিচের দারুণ এক হেডও ঠেকিয়ে দেন গোলরক্ষক দানিয়েল পেতকোভিচ।
৩৫ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বয়সকে হার মানানো লুকা মদ্রিচ ডান দিকে এক চমৎকার লফটেড বল পাঠান। সেখানে বল পেয়ে ক্রিস্টিয়ান ইয়াকিচ অবিশ্বাস্য ফুটওয়ার্কে দুইজনকে কাটিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে জালে বল জড়ান। জাতীয় দলের হয়ে এটাই ছিল তার প্রথম গোল।
গোল হজমের পর মন্টেনেগ্রোর বিপদ আরও বাড়ে। মদ্রিচকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন আন্দ্রিজা বুলাতোভিচ, লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাকে। বিরতির পর সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া দেয়াল ভাঙতে আর দেরি করেনি।
খেলার ৫১ মিনিটে বুন্দেসলিগার জুটি জ্বলে ওঠে। বায়ার্নের জোসিপ স্টানিসিচ ডান দিক থেকে নিখুঁত ক্রস বাড়ান, আর হফেনহাইমের আন্দ্রেয় ক্রামারিচ সহজেই বল ঠেলে দেন জালে। চলতি বাছাইপর্বে এটি ছিল তার টানা চতুর্থ ম্যাচে ষষ্ঠ গোল!
এরপরও থামেনি ক্রোয়াটরা। মদ্রিচ নিজেও গোলের চেষ্টা করেন, তার শট অল্পের জন্য বাইরে চলে যায়। কিছুক্ষণ পর অঁতে বুদিমিরের শটও রুখে দেন পেতকোভিচ। তবে শেষ পর্যন্ত তৃতীয় গোল আসে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে, লোভরো মাজেরের শটে বল ঠেকাতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন এডভিন কুচ।
শেষ মুহূর্তে ব্যবধান আরও বড় হয়। দারুণ এক থ্রু পাসে মাজের খুঁজে নেন ইভান পেরিসিচকে। তিনি কোনো সময় নষ্ট না করে সরাসরি শটে বল পাঠান জালে।
এই জয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষে উঠে এসেছে ক্রোয়েশিয়া। হাতে রয়েছে আরও একটি ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিকের চেয়ে তাদের সংগ্রহও বেশি। ফলে সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে এখন শুধু সময়ের অপেক্ষা মদ্রিচ-পরিসিচদের জন্য।
অন্যদিকে ২০০৬ সালে সার্বিয়া থেকে আলাদা হওয়ার পর থেকেই বিশ্বমঞ্চে হতাশায় ভুগছে মন্টেনেগ্রো। এবারও তাদের অবস্থা একই, চেকদের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়াল ছয় পয়েন্টে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল মন ট ন গ র ব ছ ইপর ব মদ র চ
এছাড়াও পড়ুন:
সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না, মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই-বাছাই না করে শেয়ার করে দেওয়া হয়। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই।'
সিইসি বলেন, 'দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না। এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন। তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন।'
আজ সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে তিনি এসব কথা বলেন।
থানা আনসার কোম্পানি/প্লাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের (৪র্থ ধাপ) সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ দেখা মাত্রই নাগরিকদের যাচাইবাছাই করতে আহ্বান জানান সিইসি। নিশ্চিত হওয়ার আগে শেয়ার না করতে বলেন তিনি।
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ভিডিপির ভূমিকাকে মূল শক্তি বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, 'এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন। এবং আমাদের হিসেব করতে গেলে প্রথম এদেরকেই হিসেব করতে হয় যে, কতজন আনসার ভিডিপি সদস্য আমরা মোতায়েন করতে পারব। মূল কাজটা আঞ্জাম (সম্পাদন) দিতে হয় কিন্তু আনসার এবং ভিডিপির সদস্যদের।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচনে দেশজুড়ে প্রায় ৬ লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবেন বলেন মহাপরিচালক।
অনুষ্ঠানে মহড়ায় ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টহল, দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন।
মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।