রবিবার থেকে আবারো সড়ক অবরোধের হুঁশিয়ারি ভাঙ্গাবাসীর
Published: 12th, September 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা ১২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হয়েছে।
আন্দোলনের নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) তারা ২৪ ঘণ্টার জন্য সড়ক অবরোধ করবেন। এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাময়িকভাবে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন এলাকাবাসী।
আরো পড়ুন:
হরতালে স্থবির বাগেরহাট
ফরিদপুরের ৩ মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আন্দোলনকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। ফলে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ঢাকা-খুলনা রেললাইনেও গাছের গুঁড়ি ফেলেছিল। যে কারণে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি অন্য রুটে চলতে বাধ্য হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধকারীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিঞা বলেন, “সাপ্তাহিক ছুটি এবং নামাজের কারণে শুক্রবার ও শনিবার (১৩ সেপ্টেম্বর) অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী রবিবার ভোর ৬টা থেকে আবারও সড়ক অবরোধ শুরু হবে।”
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবারের অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা একাধিকবার মহাসড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার তারা রেলপথ অবরোধ করেন।
ঢাকা/তামিম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন স প ট ম বর
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।