আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে আজ শনিবার মঞ্চস্থ হবে নাটক ‘হ্যামেলিনের পাইড পাইপার’। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। প্রথম মঞ্চায়ন বিকেল সাড়ে চারটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাতটায় শুরু হবে।
অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকারের নির্দেশনায় নাটকটি মঞ্চে আসছে। এর আগে তিনি ফ্রাইডে থিয়েটার স্কুল আয়োজিত একটি কর্মশালা পরিচালনা করেন। ওই কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণেই তৈরি হয়েছে এই প্রযোজনা।

গল্পটি অনেকের জানা। বিশ্বখ্যাত জার্মান লোককথার নাট্যরূপটি হ্যামেলিনের পাইড পাইপার মধ্যযুগীয় হ্যামেলিন শহরের পটভূমিতে রচিত। গল্পটি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে নির্মিত এক অনন্য রূপক কাহিনি। আয়োজকেরা জানান, রসাত্মক অভিনয় আর হৃদয়স্পর্শী উপস্থাপনায় নাটকটি সব বয়সী দর্শকের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

আরও পড়ুনছয় বছরে অনুস্বর, আজ মঞ্চে আসছে নতুন নাটক২৫ জুলাই ২০২৫

গল্পে দেখা যায়, হ্যামেলিন নগরীতে ইঁদুরের উৎপাত চরমে পৌঁছালে এক রহস্যময় বাঁশিওয়ালা এসে মেয়রকে প্রতিশ্রুতি দেয় শহরকে মুক্ত করার। জাদুকরি বাঁশির সুরে শহরের সব ইঁদুর তাড়িয়ে দিয়ে প্রতিশ্রুতি রাখে সে। কিন্তু পুরস্কার দিতে অস্বীকৃতি জানায় মেয়র। অবিচারের শাস্তি হিসেবে বাঁশিওয়ালা হ্যামেলিনের সব শিশুকে নিয়ে চলে যায় এক অজানা জগতে, যেখানে আনন্দের অবাধ উল্লাস অপেক্ষা করছে, আর পেছনে রয়ে যায় শোকভারাক্রান্ত হ্যামেলিন।
জাদুকরি বাঁশির সুরে ইঁদুরের অভিশাপ থেকে মুক্তি মিললেও মানুষের লোভ ও অবিচারের পরিণতিই শেষ পর্যন্ত বড় শিক্ষা হয়ে ওঠে এ কাহিনিতে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ