কেন্দুয়ায় নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২
Published: 15th, September 2025 GMT
নারী পাচারকারী সন্দেহে নেত্রকোণার কেন্দুয়া থেকে চীনা নাগরিকসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ফরিদপুরে সড়ক অবরোধ করলেন আন্দোলনকারীরা
যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
আটকরা হলেন-চীনের নাগরিক লি উই হাও (৩০) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে মো.
স্থানীয় সূত্রে জানা গেছে, লি উই হাও স্থানীয় এক নারীকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ কাজে তাকে সহযোগিতা করছিলেন ফরিদুল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা আজ ভোরে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি মিজানুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হবে।
ঢাকা/ইবাদ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ
এছাড়াও পড়ুন:
জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে।
ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়।
এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন।
রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে।
ঢাকা/অলোক/বকুল