চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে লাকি বেগম (২৫) নামের এক নারী খুন হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে ওই নারীর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই নারীর প্রাক্তন স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রাক্তন স্বামীর সঙ্গে নানা বিষয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।

খুন হওয়া লাকি বেগমের প্রাক্তন স্বামী মো.

মোস্তফার (৩০) বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর গ্রামে। তিনি অটোরিকশাচালক। লাকি বেগমের পৈতৃক বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে। ওই গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে তিনি। লাকি বেগমের ৫ বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৭ বছর আগে কুমিল্লার তিতাস উপজেলার অটোরিকশাচালক মো. মোস্তফার সঙ্গে পারিবারিকভাবে লাকি বেগমের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে ৫ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে লাকির সঙ্গে তাঁর স্বামীর নানা বিষয়ে ঝগড়া লেগে থাকত। দ্বন্দ্বের জেরে ৬ বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর লাকি বেগম একমাত্র ছেলেকে নিয়ে পৈতৃক বাড়িতে চলে আসেন। থাকতেন সেখানেই। কিছুদিন আগে এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। এতে লাকি বেগমের প্রতি ক্ষুব্ধ হন তাঁর ওই প্রাক্তন স্বামী। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়।

সূত্রটি আরও জানায়, আজ সোমবার সকাল ৯টায় প্রাক্তন স্বামী মো. মোস্তফা ছুরি নিয়ে লাকির বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরে লাকির ৫ বছরের ছেলে ছাড়া কেউ ছিল না। লাকির মা মারা গেছেন কয়েক বছর আগে। একমাত্র সৎভাই বিদেশে থাকেন। পৈতৃক ঘরে লাকি ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গলা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন তাঁর প্রাক্তন স্বামী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছুরিকাঘাতের সময় লাকির চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসেন। এ সময় তাঁর প্রাক্তন স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আজ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে। নিহত লাকির লাশও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ওই নারী ও তাঁর প্রাক্তন স্বামী—দুজনেরই একাধিক বিয়ে হয়েছে। এসব ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত নারীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিরোধ, চাচার মারধরে ভাতিজার মৃত্যুর অভিযোগ
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার