চাঁদপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, আটক ১
Published: 13th, January 2025 GMT
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে লাকি বেগম (২৫) নামের এক নারী খুন হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামে ওই নারীর পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই নারীর প্রাক্তন স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। প্রাক্তন স্বামীর সঙ্গে নানা বিষয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
খুন হওয়া লাকি বেগমের প্রাক্তন স্বামী মো.
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ৭ বছর আগে কুমিল্লার তিতাস উপজেলার অটোরিকশাচালক মো. মোস্তফার সঙ্গে পারিবারিকভাবে লাকি বেগমের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে ৫ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে লাকির সঙ্গে তাঁর স্বামীর নানা বিষয়ে ঝগড়া লেগে থাকত। দ্বন্দ্বের জেরে ৬ বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর লাকি বেগম একমাত্র ছেলেকে নিয়ে পৈতৃক বাড়িতে চলে আসেন। থাকতেন সেখানেই। কিছুদিন আগে এক ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। এতে লাকি বেগমের প্রতি ক্ষুব্ধ হন তাঁর ওই প্রাক্তন স্বামী। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়।
সূত্রটি আরও জানায়, আজ সোমবার সকাল ৯টায় প্রাক্তন স্বামী মো. মোস্তফা ছুরি নিয়ে লাকির বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরে লাকির ৫ বছরের ছেলে ছাড়া কেউ ছিল না। লাকির মা মারা গেছেন কয়েক বছর আগে। একমাত্র সৎভাই বিদেশে থাকেন। পৈতৃক ঘরে লাকি ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গলা, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন তাঁর প্রাক্তন স্বামী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছুরিকাঘাতের সময় লাকির চিৎকারে আশপাশের লোকজন সেখানে আসেন। এ সময় তাঁর প্রাক্তন স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে আজ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে আটক করে। নিহত লাকির লাশও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ওই নারী ও তাঁর প্রাক্তন স্বামী—দুজনেরই একাধিক বিয়ে হয়েছে। এসব ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত নারীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।