গেলো বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ব্যাপক রদবদল ঘটে। প্রেসিডেন্ট পদে আসেন ফারুক আহমেদ। নতুন করে পরিচালক পদে আসেন নাজমুল আবেদীন ফাহিম। বাদ পড়েন নাজমুল হাসান পাপনের বোর্ডের ১২ পরিচালক।
ফারুকের নেতৃত্বে নতুন বোর্ড ‘নতুনভাবে সংস্কারের’ সিদ্ধান্ত নেয়। এজন্য ফাহিমকে আহ্বায়ক করে গঠন করা হয় গঠনতন্ত্র সংশোধনী কমিটি। কমিটি ইতোমধ্যে সংশোধনীর প্রস্তাবনা তৈরি করেছে। যেটির খসড়া হাতে পেয়েছে রাইজিংবিডি ডটকম । নতুন প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা গেছে, ক্রিকেট বোর্ডে ‘সরকারের প্রভাব বাড়ছে’।
প্রস্তাবনা খসড়ায় দেখা যাচ্ছে, নতুন করে সংস্কারের লক্ষে কাজ করলেও বোর্ডে কমানো হচ্ছে ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবের কর্তৃত্ব আর বাড়ানো হচ্ছে ‘সরকারের প্রভাব’। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একজন পরিচালক রাইজিংবিডি ডটকমকে বলেন, “এটি বাস্তবায়িত হলে বোর্ডে সরকারের প্রভাব বাড়বে।”
বর্তমানে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক আসতে পারবেন। প্রস্তাবিত সংশোধনীতে ক্লাব থেকে সেটি কমিয়ে মাত্র ৪ জন পরিচালকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ, ঢাকার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও থার্ড ডিভিশন ক্লাব ক্যাটাগরি থেকে মাত্র ৪ জন পরিচালক আসতে পারবেন বোর্ডে।
ক্লাব ক্রিকেটের সংশ্লিষ্টতা কমলেও বাড়ছে ডিভিশন ও ডিসট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রভাব। আগে ১০ জন পরিচালক আসতে পারতেন বিভাগ ও জেলা থেকে। সেটি তিনজন বাড়িয়ে ১৩ করার প্রস্তাব আনা হচ্ছে। প্রস্তাবিত গঠনতন্ত্রে ঢাকা বিভাগ থেকে একজন বাড়িয়ে তিনজন করা হচ্ছে।
এ ছাড়া, দুজন করে পরিচালক হবেন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর। একজন করে থাকবেন বরিশাল ও সিলেট থেকে। রংপুর ও রাজশাহীর পরিচালক সংখ্যা একের পরিবর্তে দুজন করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে ইন্সটিটিউশন থেকে একজন বাড়িয়ে দুজন করা হচ্ছে। একই থাকছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। আগের মত বর্তমান সংশোধনীতেও দুজন রাখা হচ্ছে।
সব মিলিয়ে ২৫ জন পরিচালক থেকে কমিয়ে আনা হচ্ছে ২১-এ। তাতে দেখা যাচ্ছে, বিভাগ-জেলা, জাতীয় ক্রীড়া পরিষদ ও ইন্সটিটিউশনের ১৭ জন পরিচালকই হবেন সংশ্লিষ্ট সরকারের আস্থাভাজন কেউ। তাতে বোর্ডে বাড়বে ‘সরকারের প্রভাব’ আর কমবে ক্রিকেট-সংশ্লিষ্ট ক্লাবের কর্তৃত্ব।
বিসিবির সাবেক পরিচালক ও আবাহনী ক্লাবের অন্যতম সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্টতা বাড়ার কথা। সঙ্গে তিনি এও বলেন, এটি দেশের ক্রিকেটের জন্য ‘খুব খারাপ’ কিছু হবে।
মুঠোফোনে সাজ্জাদুল আলম বলেন, “উদ্ভট সব চিন্তা-ভাবনা। যারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার, ক্লাবগুলো ক্রিকেটের অবকাঠামো ও উন্নয়নে বিনিয়োগ করে আসছে। এ বছর এটি ১০০ কোটি টাকার কাছে যাবে। ক্লাবগুলোকে যদি এভাবে ধরা হয়, তাহলে তারা আর বিনিয়োগ করবে না।”
“যারা স্টেকহোল্ডার, যাদের অবদান বেশি তারাই পলিসি মেকার হবেন। এমন কেউ না, যারা ক্লাব কিংবা ক্রিকেট-সংশ্লিষ্ট না; তারা পলিসি মেকার হবেন। এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে ক্রিকেটে ভয়ংকর প্রভাব ফেলবে। এটা কারা করছেন, কীসের জন্য করছেন, আমরা জানতে পারব এক সময়। এটা ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকারক হবে। এটাকে প্রতিহত করা উচিত বলে আমি মনে করি।”
শুধু তাই নয়, সংশোধনী কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন সাজ্জাদুল আলম। ফাহিমের সঙ্গে কমিটির সদস্য সচিব হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি মো.
“যারা কমিটিতে আছেন, তারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট লোক না। যা খেলোয়াড়, না সংগঠক, না কিছু। তারা হয়ে যাচ্ছেন এখন (ক্রিকেটের) ভাগ্য নিয়ন্ত্রক। এগুলো মেনে নেওয়া যায় না”— বলেছেন সাজ্জাদুল আলম।
সংশোধনী কমিটি সূত্রে জানা গেছে, দ্রুতই প্রস্তাবিত বিষয়গুলো বিসিবির পরিচালনা পর্ষদে তোলা হবে। পরবর্তীতে যাবে ইজিএমে। সেখানে কাউন্সিলরদের ভোটে বিষয়টি চূড়ান্ত হবে।
বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু রাইজিংবিডি ডটকমকে বলেন, “আগামী অক্টোবরে নির্বাচনকে ঘিরে যে বাজে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারই নেওয়ার সাহস পায়নি। আমার ধারণা, ক্লাবগুলোকে প্রতিপক্ষ বানানোর জন্য, দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটি করছে। ২১-এর মধ্যে ১৭ জনই সরকারের লোক থাকবেন। বাকি ক্লাবের চার জনের কোনো মূল্যই থাকবে না।”
সংশোধনী প্রস্তাবনা নিয়ে আজ (১৪ জানুয়ারি) ঢাকার ক্লাবগুলো রাজধানীর একটি হোটেলে বৈঠক করবেন। বৈঠকে তারা বিসিবির এমন প্রস্তাবনার বিরুদ্ধে কীভাবে কী করা যায়, সে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন রফিকুল ইসলাম।
ঢাকা/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ঘিরে উত্তেজনা এখন চূড়ান্তে। ২-১ ব্যবধানে সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলেও পঞ্চম ও শেষ টেস্টটি একটি পরিণতির লড়াই হিসেবে সমাসন্ন। তবে ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ এসে আঘাত হেনেছে ইংলিশ ড্রেসিংরুমে। ইনজুরিতে পড়ে সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস।
বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, ওভালে মাঠে নামা হচ্ছে না স্টোকসের। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সমান পারদর্শী স্টোকস ছিলেন দলের ভারসাম্য ধরে রাখার অন্যতম স্তম্ভ। তার অনুপস্থিতি তাই শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি জয়ের প্রত্যয়ের বড় চ্যাপ্টারও হারানো।
এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওলি পোপ। যিনি প্রথমবারের মতো সিরিজ নির্ধারণী ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের।
আরো পড়ুন:
শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ
ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন
স্টোকস ছাড়াও ওভাল টেস্টে দেখা যাবে না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসনকে। চোট ও ফিটনেস ইস্যুর কারণে তারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে।
অবশ্য একাদশে ফিরেছেন দুই পরিচিত মুখ জশ টাঙ ও জেমি ওভারটন। বিশেষ নজর কেড়েছেন গাস অ্যাটকিনসন। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিলেন মাঠের বাইরে। সারে কাউন্টির হয়ে ফের মাঠে ফিরে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের পেস বিভাগে তার উপস্থিতি বাড়াবে গতি ও ধার।
চলতি সিরিজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বেন স্টোকস। চার ম্যাচে তার ঝুলিতে ১৭ উইকেট। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ও ব্যাটে সেঞ্চুরি করে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। লর্ডসেও দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ৭৭, নিয়েছেন আরও পাঁচ উইকেট।
তাই ইংলিশ শিবির শুধু একজন ব্যাটার বা একজন বোলার হারায়নি, তারা হারিয়েছে একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনারকে। স্টোকসের মতো একজন অলরাউন্ডার যিনি প্রয়োজনের সময় ছায়ার মতো আক্রমণে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে গড়েন ম্যাচের ভিত, তার অভাব যে দলকে নাড়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
শেষ ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাঙ।
ঢাকা/আমিনুল