কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে  একটি পরিবহন ও শ্রমিক ইউনিয়নের লোকজন মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার গড়াই ও রূপসা পরিবহনের অন্তত ৬টি বাস আটক করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে রাতে বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ বুধবার বেলা ১১টার দিকে স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশে গড়াই পরিবহনের একটি বাসে ওঠেন। একপর্যায়ে চালক গাড়ি দ্রুত চালালে আসিফ গতি কমাতে বলেন। তখন বিষয়টি নিয়ে চালক ও সহকারীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় পৌঁছলে আসিফকে গাড়ি থেকে নামিয়ে চালক, সহকারী এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে মারধর করেন।

আসিফ ক্যাম্পাসে ফিরে বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানালে তারা বেলা সাড়ে ৩টায় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বাস আটকাতে শুরু করেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত দুই পরিবহনের ৫টি বাস আটক করেন শিক্ষার্থীরা। আসিফকে মারধরের বিষয়টিসহ শিক্ষার্থীদের বাসকেন্দ্রিক সব সমস্যার সমাধানের দাবি  জানান ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বাসের লোকজন সবসময় শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। শিক্ষার্থীদের ভাড়ার হাফ পাস থাকলেও তারা ভাড়া কম নিতে চান না, উল্টো দুর্ব্যবহার করেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

শাহীনুজ্জামান বলেন, বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা বৃহস্পতিবার আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। দ্রুত বিষয়টির সমাধান হবে বলে তিনি আশাবাদী। 

উৎস: Samakal

কীওয়ার্ড: র ল কজন ব স আটক ব ষয়ট ম রধর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার আ’লীগ নেতা মাওলাদ

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। আজ বিকালে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

সম্পর্কিত নিবন্ধ