বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭
Published: 20th, October 2025 GMT
বন্দরে মাদক মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি ও বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতকসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত মাদক মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন মিয়া (৩৫) একই থানার পশ্চিম হাজীপুর এলাকার মৃত আব্দুল আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি লিটন (৪৫)।
বুরুন্দী এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি জামান (৪৭) সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রোহান (৩২) ও শুভকরদী এলাকার লাল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি শাহাদাত হোসেন (৩৬)।
এ ছাড়াও দক্ষিন লক্ষনখোলা এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে সন্দেহ জনক আসামি আহাম্মেদ হাসান(২৬) ও একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে সন্দেহ ভাজন আসামি রিপন (২৭)।
গ্রেপ্তারকৃত ৮ আসামি মধ্যে ধৃত শাহিনকে সাঁজা ওয়ারেন্টে ও অপর ধৃত ৪ জনকে উল্লেখিত ওয়ারেন্টে ও সন্দেহভাজন ২ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় রোববার (২০ অক্টোবর) দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত রোববার (১৯ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকার ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপর ধ এল ক র ম ত
এছাড়াও পড়ুন:
সিলেট মহানগরের ৬ থানার ওসিকে বদলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিদের বদলি করা হয়। পুলিশ বলছে, দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরো জোরদার করতেই তাদের বদলি করা হয়েছে।
আরো পড়ুন:
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র আরিফুল
বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
অদেশ অনুযায়ী, সিলেট কোতোয়ালি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায়, শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায়, জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায়, মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় পাঠানো হয়েছে। ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/রাহাত/মাসুদ