সাত দিনের জন্য মহাশূন্যে গিয়ে সাত মাসের জন্য আটকে গেলেন যে নভোচারী
Published: 22nd, January 2025 GMT
মাত্র এক সপ্তাহের এক অভিযানে পরিকল্পনা নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নভোচারী সুনীতা 'সুনি' উইলিয়ামস। বিভিন্ন যান্ত্রিক ত্রুটির ফেরে সেই এক সপ্তাহের সফর এসে ঠেকেছে সাত মাসে- এবং এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে বাড়ি ফিরতে পারবেন ৫৯ বছর বয়সী সুনীতা।
সুনীতা বেশ পোড় খাওয়া একজন নভোচারী। এ পর্যন্ত তিনবার মহাকাশযাত্রা করেছেন তিনি, এবং এসব যাত্রায় বেশকিছু রেকর্ডও ভেঙ্গেছেন।
যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট সুনীতা বিভিন্ন মিশনে অংশ নিয়েছেন। ১৯৯৮ সালে তিনি নভোচারীর প্রশিক্ষণ নিতে শুরু করেন। মহাকাশে তার প্রথম অভিযান ছিল ২০০৬ সালে। সে সময়ে স্পেশ শাটল ডিসকভারিতে মোট ১৯৫ দিন কাটিয়েছেন তিনি, আর চারবার স্পেসওয়াকে গিয়ে মহাকাশযানের বাইরে মোট ২৯ ঘন্টা কাটান। একজন নারী নভোচারী হিসেবে এ দুটি কাজ করে রেকর্ড গড়েন তিনি।
২০১২ সালে আবারও মহাকাশযাত্রা করেন সুনীতা। এবার তিনি সয়ুজ টিএমএ-০৫এম এর ক্রু হিসেবে গেলেন। এ যাত্রায় তিনবার স্পেসওয়াক করেন তিনি, যাতে মোট সময় লাগে ২১ ঘন্টা। এবার তিনি প্রায় ১২৭ দিন মহাকাশে কাটান।
সুনীতার পরবর্তী মহাকাশযাত্রা ছিল গতবছর জুনের ৫ তারিখ। বোয়িং কোম্পানির স্টারলাইনার মহাকাশযানে করে তিনি এবং সহকর্মী নভোচারী ব্যারি উইলমোর যাত্রা করেন ইন্টারন্যাশলান স্পেস স্টেশন অভিমুখে। পরিকল্পনা ছিল, এক সপ্তাহ স্পেস স্টেশনে অবস্থান করার পর আবারও স্টারলাইনারে করেই ফেরত আসবেন এই দুই নভোচারী।
তবে এত দ্রুত পৃথিবীতে ফিরে আসা হয়তো সুনীতার ভাগ্যে ছিল না। স্পেস স্টেশনে যাত্রার পথেই স্টারলাইনারের পাঁচটি থ্রাস্টার অকেজো হয়ে যায়, এর প্রোপালসন সিস্টেম থেকে হিলিয়াম লিক করতে থাকে। এতে নাসা সিদ্ধান্ত নেয়, সহসাই এই মহাকাশযানটি ব্যবহার করা যাবে না। আগে নিশ্চিত করতে হবে তাতে পৃথিবীতে ফেরা নিরাপদ কিনা। এ সময়ের মধ্যে স্পেস স্টেশনের অন্যান্য কর্মীদের সাথে যোগ দেন সুনীতা এবং ব্যারি।
সাত দিন থেকে সাত মাস
জুন মাস গড়িয়ে এলো জুলাই, এরপর আগস্ট। এ মাসে সবদিক ভেবেচিন্তে নাসা থেকে জানানো হয়, স্টারলাইনে করে ফেরত আসা নিরাপদ হবে না। বরং স্টারলাইনার কোনো মানুষ ছাড়াই ফিরে আসবে পৃথিবীতে। বরং স্পেস স্টেশনে স্পেসএক্স কোম্পানির একটি ড্রাগন মহাকাশযান পাঠানো হবে দুইজন নভোচারীসহ। তাদের সাথে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি।
এই সিদ্ধান্ত মোতাবেক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পৃথিবীতে ফিরে আসে স্টারলাইনার। বিবিসির বরাতে জানা গেছে, সুনীতা এবং ব্যারি হয়তো এবছরের মার্চ, এমনকি এপ্রিল নাগাদ দেশে ফিরতে পারেন।
কেমন কাটছে আটকে পড়া নভোচারীর দিন?
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজের অভাব নেই। কর্মীদের মাঝে ভাগ করে দেওয়া হয় এসব কাজ। সুনীতা এবং ব্যারি সেসব কাজই করে চলেছেন গত কয়েক মাস। জানুয়ারির ১৬ তারিখ সেসব কাজের বাইরেও একটি কাজ করেছেন সুনীতা, আর তা হলো স্পেসওয়াক।
সুনীতার জন্য স্পেসওয়াক নতুন কিছু নয়। এবারেও নভোচারী নিক হেগের সাথে ছয় ঘন্টার এক স্পেসওয়াকে বের হয়েছিলেন তিনি। এই সময়ের মধ্যে তার দুজন স্পেস স্টেশনের বাইরের দিকের বেশ কিছু মেরামত এবং দেখভালের কাজ সম্পন্ন করেন। জানুয়ারির ২৩ তারিখে আরেকটি স্পেসওয়াকে যাওয়ার কথা তার। এবার তার সঙ্গী হবেন ব্যারি। তারা এবারেও কিছু মেরামতের কাজ করবেন এবং স্পেস স্টেশনের বাইরের দেয়াল থেকে নমুনা সংগ্রহ করবেন। শূন্যে ভাসমান এই মহাকাশযানের দেয়ালে অণুজীব বেঁচে থাকতে পারে কিনা, তা জানার উদ্দেশ্যে এসব নমুনা নেবেন তারা।
স্পেসওয়াকের বিড়ম্বনা
মহাকাশে ভরশূন্য অবস্থায় শরীর এলিয়ে দেওয়ার নাম কিন্তু স্পেসওয়াক নয়। কাজটি বেশ কঠিন। প্রথমত, নভোচারীকে পরতে হয় বেজায় ভারী এক স্পেসস্যুট। তার শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা তা খুব গুরুত্বের সাথে পরিমাপ করা হবে। একবার মহাকাশযানের বাইরে পা দিয়ে ফেললে একে অপরের সাথে কথা বলার মাধ্যম শুধুই রেডিও।
এ সময়ের মাঝে অনেক রকমের উটকো ঝামেলা দেখা দিতে পারে। নভোচারীরা স্পেসওয়াকের সময়ে প্রবলভাবে ঘামতে থাকেন। পানি পান করার তেমন কোনো উপায় থাকে না, ফলে তাদের পানিশূন্যতায় ভোগার ঝুঁকি থাকে। এছাড়া মহাশূন্যে মাথা ঘোরা ও বমিভাবের সমস্যাটা তো বেশ ঘনঘনই দেখা যায়।
আরেকটি ঝুঁকি হলো মহাকাশে ছুটতে থাকা ছোট ছোট বস্তুকণা। খুব দ্রুত ছুটে এসে আঘাত করলে এসব বস্তুকণার কারনে স্পেসস্যুট ফুটো হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
স্পেসওয়াকের সময়ে দুর্ঘটনা ঘটার এসব দুশ্চিন্তা অমূলক নয়। ১৯৬৫ সালে প্রথমবার স্পেসওয়াক করেন রুশ নভোচারী আলেক্সেই লেওনভ। মহাশূন্যে যাওয়ার পর তার স্পেসস্যুট এতটাই ফুলেফেঁপে ওঠে যে স্পেসওয়াক শেষ করার পর মহাকাশযানের ভেতরে তিনি ঢুকতেই পারছিলেন না। পরে তার স্পেসস্যুটে ফুটো করে বাতাসের চাপ কমানো হয়, এরপর তাকে মহাকাশযানে প্রবেশ করানো হয়।
এদিকে ২০১৩ সালে স্পেসওয়াক চলাকালীন পানিতে ডুবে মরতে বসেছিলেন নাসার নভোচারী লুকা পারমিতানো। একটি ফিল্টারের ত্রুটির কারনে তার হেলমেটে পানি ঢুকতে শুরু করে। তিনি ব্যাপারটা টের পেয়ে দ্রুত মহাকাশযানে ফেরত আসেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স প সওয় ক
এছাড়াও পড়ুন:
রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোনকলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা।
এ সময় তাঁরা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তাঁর নিজের।
অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’
ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’
অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’
এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।
আলোচনাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।