নারী চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ খেলতে নিগার সুলতানা জ্যোতিরা ওয়েস্ট ইন্ডিজে। মালয়েশিয়ায় হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। সিনিয়র-জুনিয়র দুটি দলই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত। বিদেশের মাটিতে সিরিজ এবং টুর্নামেন্ট খেলার মধ্যেই দেশ থেকে একটি সুখবরও পেলেন মেয়েরা। ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।
কোনো সন্দেহ নেই, নারীদের প্রথম বিপিএল এটি। রোমাঞ্চটাও তাই বেশি। বিদেশে খেলা নিয়ে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব না হলেও উচ্ছ্বাসের বার্তা পাওয়া গেছে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে। খেলোয়াড়রা খোঁজখবর রাখছেন টুর্নামেন্ট সম্পর্কে। বিসিবি নারী বিভাগের পরিকল্পনা এখন পর্যন্ত তিন দলের মধ্যে সীমাবদ্ধ। নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানান, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। খোঁজ করা হচ্ছে চতুর্থ দলের। শেষ পর্যন্ত কেউ রাজি না হলে তিন দল নিয়ে নারী বিপিএলের সূচনা হবে।
নারী বিপিএল আয়োজনের খবর শুনে খুশি জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। কারণ তারাই ছেলেদের পাশাপাশি মেয়েদের বিপিএল আয়োজনের দাবি জানিয়ে এসেছেন। তাঁর মতে, ‘আমরা অনেক বছর ধরে ছেলেদের মতো মেয়েদের বিপিএল আয়োজনের অনুরোধ করেছি। যে কোনো কারণেই হোক, তা হয়নি। বর্তমান বোর্ড নারী ক্রিকেটকেও গুরুত্ব দিয়ে বিপিএলের মতো একটি টি২০ টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে। মেয়েদের টি২০ দলের উন্নতির জন্য এই বিপিএল সাহায্য করবে। ছোট পরিসরে হলেও শুরু হওয়া জরুরি। কয়েক বছরের ভেতর কলেবর বড় হবে। নারী বিপিএলটা বড় পরিসরে যখন হবে, তখন দেখবেন নারী ক্রিকেটের চর্চা দেশজুড়ে বেড়ে যাবে। মানসম্পন্ন ক্রিকেটার পাইপলাইনে বেশি থাকবে। বিসিবির এ উদ্যোগে আমি খুশি।’
হাবিবুল বাশার জানান, প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। নীতিমালায় একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়মও রাখা হচ্ছে। তবে বিদেশি ক্রিকেটার কোন মানের হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারও একটি গাইডলাইন থাকবে বলে জানান বাশার।
বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরি করে দেওয়ার। তিন দলের তিনজন আইকন ক্রিকেটার থাকবেন। এ, বি, সি ও ডি বাকি চার ক্যাটেগরি। আইকন ক্রিকেটারদের জন্য পাঁচ লাখ, এ-ক্যাটেগরিতে চার লাখ, বি-ক্যাটেগরিতে তিন লাখ, সি-ক্যাটেগরিতে দুই লাখ আর ডি-ক্যাটেগরিতে এক লাখ টাকা সম্মানী নির্ধারণ করা হতে পারে।
বাশার বলেন, ‘আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দু’জন, বি গ্রেডে দু’জন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। ১৫ জনের স্কোয়াড থাকবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, তাই আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে শেষ করতে পারে টুর্নামেন্ট। আমাদের লক্ষ্যই হলো বিপিএলটা করা। যাতে ফ্র্যাঞ্চাইজিরা নিজ আগ্রহে পরের বছর অংশগ্রহণ করে।’
নারী বিভাগের প্রধান বাশার জানান, তিন দলের টুর্নামেন্ট হলে ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ন র ব প এল দ র ব প এল ত ন দল
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স