নারী চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ খেলতে নিগার সুলতানা জ্যোতিরা ওয়েস্ট ইন্ডিজে। মালয়েশিয়ায় হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। সিনিয়র-জুনিয়র দুটি দলই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত। বিদেশের মাটিতে সিরিজ এবং টুর্নামেন্ট খেলার মধ্যেই দেশ থেকে একটি সুখবরও পেলেন মেয়েরা। ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।
কোনো সন্দেহ নেই, নারীদের প্রথম বিপিএল এটি। রোমাঞ্চটাও তাই বেশি। বিদেশে খেলা নিয়ে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব না হলেও উচ্ছ্বাসের বার্তা পাওয়া গেছে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে। খেলোয়াড়রা খোঁজখবর রাখছেন টুর্নামেন্ট সম্পর্কে। বিসিবি নারী বিভাগের পরিকল্পনা এখন পর্যন্ত তিন দলের মধ্যে সীমাবদ্ধ। নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানান, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। খোঁজ করা হচ্ছে চতুর্থ দলের। শেষ পর্যন্ত কেউ রাজি না হলে তিন দল নিয়ে নারী বিপিএলের সূচনা হবে।
নারী বিপিএল আয়োজনের খবর শুনে খুশি জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। কারণ তারাই ছেলেদের পাশাপাশি মেয়েদের বিপিএল আয়োজনের দাবি জানিয়ে এসেছেন। তাঁর মতে, ‘আমরা অনেক বছর ধরে ছেলেদের মতো মেয়েদের বিপিএল আয়োজনের অনুরোধ করেছি। যে কোনো কারণেই হোক, তা হয়নি। বর্তমান বোর্ড নারী ক্রিকেটকেও গুরুত্ব দিয়ে বিপিএলের মতো একটি টি২০ টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে। মেয়েদের টি২০ দলের উন্নতির জন্য এই বিপিএল সাহায্য করবে। ছোট পরিসরে হলেও শুরু হওয়া জরুরি। কয়েক বছরের ভেতর কলেবর বড় হবে। নারী বিপিএলটা বড় পরিসরে যখন হবে, তখন দেখবেন নারী ক্রিকেটের চর্চা দেশজুড়ে বেড়ে যাবে। মানসম্পন্ন ক্রিকেটার পাইপলাইনে বেশি থাকবে। বিসিবির এ উদ্যোগে আমি খুশি।’
হাবিবুল বাশার জানান, প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। নীতিমালায় একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়মও রাখা হচ্ছে। তবে বিদেশি ক্রিকেটার কোন মানের হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারও একটি গাইডলাইন থাকবে বলে জানান বাশার।
বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরি করে দেওয়ার। তিন দলের তিনজন আইকন ক্রিকেটার থাকবেন। এ, বি, সি ও ডি বাকি চার ক্যাটেগরি। আইকন ক্রিকেটারদের জন্য পাঁচ লাখ, এ-ক্যাটেগরিতে চার লাখ, বি-ক্যাটেগরিতে তিন লাখ, সি-ক্যাটেগরিতে দুই লাখ আর ডি-ক্যাটেগরিতে এক লাখ টাকা সম্মানী নির্ধারণ করা হতে পারে।
বাশার বলেন, ‘আমরা আইকন রাখব একজন করে। এ গ্রেডে দু’জন, বি গ্রেডে দু’জন, সি গ্রেডে তিনজন, ডি গ্রেডে চারজন খেলোয়াড় রাখা হবে। ১৫ জনের স্কোয়াড থাকবে। যেহেতু ছেলেদের বিপিএল শেষ হওয়ার তিন দিনের মধ্যেই মেয়েদের বিপিএল, তাই আমরা চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের ওপর যাতে চাপ না পড়ে। ৩২ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড় সম্মানী রাখতে পারলে সহনশীল হবে। ৫০ লাখের মধ্যে যাতে শেষ করতে পারে টুর্নামেন্ট। আমাদের লক্ষ্যই হলো বিপিএলটা করা। যাতে ফ্র্যাঞ্চাইজিরা নিজ আগ্রহে পরের বছর অংশগ্রহণ করে।’
নারী বিভাগের প্রধান বাশার জানান, তিন দলের টুর্নামেন্ট হলে ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ন র ব প এল দ র ব প এল ত ন দল
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত