জীবনের গল্প নিয়ে প্রথমবার পডকাস্ট শোতে নায়ক আলমগীর
Published: 2nd, February 2025 GMT
অভিনয়ের অর্ধশত বছর পেরিয়ে এসেছেন নায়ক আলমগীর। ১৯৭২ সালের ২৪ জুন আলমগীর কুমকুম পরিচালিত 'আমার জন্মভূমি' চলচ্চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এখনও তাকে চিরসবুজ নায়ক হিসেবেই ইন্ডাষ্ট্রির মানুষরা সম্বোধন করেন।
অভিনয় এখন আগেরমত নেই, তবে ব্যক্তিত্ব সেই আগের মতই চিরচেনা। এই নায়ককে খুব একটা মিডিয়ার সামনে আসতে দেখা যায় না, কথাও বলেন মেপে মেপে। বাংলা চলচ্চিত্রের এই তারকা মনে করেন, একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।
নতুন খবর হলো বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শো'তে আসছেন। 'আমি আলমগীর' শীর্ষক এই শো'তে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। তবে প্রথমেই তাঁর সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি।
এই প্রসঙ্গে আলমগীর বলেন, 'আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সন্মান জানাতে চাই।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে রাত আটটায় Eyes On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শোটি প্রচার হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আলমগ র
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার