জীবনের গল্প নিয়ে প্রথমবার পডকাস্ট শোতে নায়ক আলমগীর
Published: 2nd, February 2025 GMT
অভিনয়ের অর্ধশত বছর পেরিয়ে এসেছেন নায়ক আলমগীর। ১৯৭২ সালের ২৪ জুন আলমগীর কুমকুম পরিচালিত 'আমার জন্মভূমি' চলচ্চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এখনও তাকে চিরসবুজ নায়ক হিসেবেই ইন্ডাষ্ট্রির মানুষরা সম্বোধন করেন।
অভিনয় এখন আগেরমত নেই, তবে ব্যক্তিত্ব সেই আগের মতই চিরচেনা। এই নায়ককে খুব একটা মিডিয়ার সামনে আসতে দেখা যায় না, কথাও বলেন মেপে মেপে। বাংলা চলচ্চিত্রের এই তারকা মনে করেন, একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।
নতুন খবর হলো বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শো'তে আসছেন। 'আমি আলমগীর' শীর্ষক এই শো'তে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। তবে প্রথমেই তাঁর সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি।
এই প্রসঙ্গে আলমগীর বলেন, 'আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সন্মান জানাতে চাই।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে রাত আটটায় Eyes On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শোটি প্রচার হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আলমগ র
এছাড়াও পড়ুন:
দেশ গড়ার নায়কদের জন্য ফ্লাইট এক্সপার্টের বিশেষ উদ্যোগ
দেশের উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। পরিবার-পরিজন থেকে শুরু করে নিজের দেশের মাটি-মায়াকে পেছনে ফেলে তাঁরা জীবনের সব কঠিন বাস্তবতাকে সঙ্গী করে ভিনদেশের মাটিতে কাজ করেন। আর তাঁদের এই কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে উপার্জিত অর্থই দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং সম্মান জানাতেই দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট চালু করেছে একটি বিশেষ সুবিধা ‘রেমিট্যান্স ফাইটার ফেয়ার’।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চালু হওয়া এই বিশেষ ফেয়ার মূলত তাঁদের জন্য, যাঁরা প্রথমবারের মতো ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে বিদেশে যাচ্ছেন। এই অফারের আওতায় তাঁরা পাবেন বিশেষ ছাড়ে ফ্লাইট বুক করার সুযোগ। শুধু মূল্যছাড়ই নয়, যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলাহীন করতে থাকছে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা, ই-সিম সরবরাহ, সিট ও মিল সিলেকশন সুবিধা এবং ব্লু রিবন ব্যাগেজ ইনস্যুরেন্সের মতো বেশ কিছু সেবা।
ফ্লাইট এক্সপার্ট জানায়, এই সুবিধা গ্রহণ করতে হলে যাত্রীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে রুট ও তারিখ নির্ধারণ করে ফ্লাইট সার্চ করতে হবে। এরপর ‘ফেয়ার টাইপ’ অপশন থেকে ‘রেমিট্যান্স ফাইটার’ নির্বাচন করলেই খুব সহজেই কাঙ্ক্ষিত ফ্লাইট বুক করা যাবে। এর মধ্য দিয়ে প্রথমবার যাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে যাবেন, তাঁরা একটি সুরক্ষিত এবং বাজেট বান্ধব ভ্রমণের অভিজ্ঞতা পাবেন; যা যাত্রার শুরুতেই তাঁদের মধ্যে এনে দেবে একধরনের আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি।
এ প্রসঙ্গে ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ শাহ সাইম বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের উন্নয়নের নায়ক। তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমরা এই বিশেষ ফেয়ার চালু করেছি। ভবিষ্যতেও ফ্লাইট এক্সপার্ট প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।’
ফ্লাইট এক্সপার্ট মনে করে, দূরত্ব যতই থাকুক, ভালোবাসার টানে প্রবাসীরা দেশের সঙ্গে অটুট বন্ধনে জড়িয়ে আছেন। আর সেই বন্ধনকে আরও দৃঢ় করতে, দেশের স্বার্থে আত্মোৎসর্গকারী মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আর তাই দেশ গড়ার এই নায়কদের পাশে থাকতে পেরে গর্বিত ফ্লাইট এক্সপার্ট।