কুষ্টিয়ার কুমারখালীতে ময়লা ফেলতে গিয়ে বাড়ির সামনে থেকে মো. মোফাজ্জেল নামের একজন কেয়ারটেকার অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে পৌরসভার দুর্গাপুর এলাকার আবহাওয়া পর্যবেক্ষণাগারের পাশে এ ঘটনা ঘটে। 

মোফাজ্জেল (৫৪) পৌরসভার দুর্গাপুর এলাকার গিয়াস শেখের দুই তলাবিশিষ্ট পাকা বাড়ির কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) ও ভাড়াটিয়া। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রমেছা খাতুন (৪৫)।

দুপুরে দুর্গাপুর এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তাদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছেন স্বজনরা। তাদের ভাষ্য, ৫ থেকে ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি মাইক্রোবাসে করে এসে মোফাজ্জেলকে তুলে নিয়ে গেছেন।

ঘটনা সম্পর্কে মোফাজ্জেলের নাতি নুর ইসলাম জানায়, তাদের নানা সকালে সড়কের ধারে ময়লা ফেলছিলেন। এ সময় একটি হাইস গাড়িতে এসে তাঁকে তুলে নিয়ে গেছেন ৫/৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এ সময় সে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে তার নানাকে নিয়ে দ্রুত কুমারখালীর শহরের দিকে চলে যায় গাড়িটি।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মোফাজ্জেল প্রায় ১৫ বছর ঢাকায় ইজিবাইক চালাতেন। ৯ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তান জায়িন, নাইম ও ইয়াকুবকে নিয়ে দুর্গাপুর এলাকার গিয়াস শেখের বাড়ির দোতলায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক গিয়াস ঢাকায় থাকেন। সেই কারণে মোফাজ্জেল বাড়িটির দেখভালও করেন।

কান্নাজড়িত কণ্ঠে রমেছা খাতুন বলেন, ‘আমি কিছুই জানিনে। বাসার ভিতরে ছিলাম। নাতি কলো (বলল) নানাকে ৫/৬ জন তুলে নিয়ে গেছে। তাঁর (স্বামীর) কোনো শত্রু নেই, মামলাও নেই। কারা নিয়ে গেল কিছুই জানিনে। আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দেন।’

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমারখালী থানার ওসি মো.

সোলায়মান শেখ। তিনি বলেন, গাড়ির নাম্বার পাওয়া গেছে। মোফাজ্জেলকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র গ প র এল ক এল ক র

এছাড়াও পড়ুন:

হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ

নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।

নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ