মৌলভীবাজার শহরতলির বর্ষিজোড়া ইকোপার্ক পার হয়ে কালেঙ্গা সড়কটি চলে গেছে কমলগঞ্জের দেওরাছড়া চা-বাগানের দিকে। আঁকাবাঁকা হয়ে সড়কটি চা-বাগানের ভেতর দিয়ে গেছে। ওই সড়ক দিয়ে কিছুটা পথ পার হতেই একটি শাপলা বিলের দেখা পাওয়া যায়। যেখানে ঝাঁকে ঝাঁকে লাল শাপলা ঘোমটা খুলে ফুটে আছে। তারা হাসছে, তারা দুলছে।

রোববার সকাল সাড়ে ছয়টার দিকে দেওরাছড়া চা-বাগানের ছোট বাংলা এলাকায় ঝাঁকে ঝাঁকে লাল শাপলার সঙ্গে দেখা। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কবি বিনয় মজুমদারের কবিতার কিছু পঙ্‌ক্তি—‘বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়, শীত গ্রীষ্মে এই/ পুকুর সম্পূর্ণ শুশক হয়ে যায় পুকুরের নিচে ঘাস গিজায় তখন— /পুকুরে শাপলা আর থাকে না, আবার সেই বর্ষাকাল আসে/ তখন পুকুরটিতে জল জমে পুনরায় শাপলা গজায়।’.

..

কবে বর্ষা অনেক জল ঝরিয়ে চলে গেছে, শরৎ ফুরিয়ে হেমন্ত চলে এসেছে। তবু সমতল ভূমিতে, পাহাড়ের ভাঁজে ভাঁজে ছোট ছোট কিছু ডোবা-বিলে এখনো পানি আছে। তবে পানি থাকলেই কি আর শাপলা ফুটে! সব বিলে তো আর শাপলা হয় না। সবখানে লাল শাপলাও নেই। এখানে, ওই দেওরাছড়া চা-বাগানের ছোট বাংলা এলাকায়, বাবন বিলে কিংবা চা-বাগানের কারখানার পুকুরে মানুষের ভালোবাসা পেয়ে এখনো অনেক শাপলা টিকে আছে।

বিলটি লাল শাপলায় ভরে আছে। চা-বাগানের ছোট বাংলা এলাকায়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ল শ পল

এছাড়াও পড়ুন:

তফসিল বাতিলের দাবিতে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মহাসড়কটির একাধিক স্থানে গাছ ফেলে রাখায় ভোর থেকে প্রায় দুই ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পরিবহনশ্রমিকেরা।

আজ শনিবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার সমাদ্দার থেকে মস্তফাপুর বড় ব্রিজের মধ্যবর্তী তিনটি স্থানে মহাসড়কটির ওপর গাছ ফেলে অবরোধ করা হয়। এ সময় মুখে মাস্ক পরে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলও করেন কয়েকজন।

পুলিশ বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি হিসেবে পলাতক নেতা-কর্মীরা এ কর্মসূচি পালনের করার চেষ্টা করেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার, কলাবাড়ি এবং ঘটকচর ও মস্তফাপুর বড় ব্রিজের মধ্যবর্তী এলাকায় অন্তত তিন স্থানে আট–নয়টি গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যানজটে দিনের প্রথম প্রহরেই দূরদূরান্তের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সড়ক থেকে গাছগুলো অপসারণ করা হয়। এরপর সকাল সাতটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলা হলেও স্থানীয় লোকজন সেগুলো সরিয়ে দেয়

সম্পর্কিত নিবন্ধ

  • তফসিল বাতিলের দাবিতে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ