বিদেশে যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাই
Published: 9th, February 2025 GMT
কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের যুবক ফয়সাল আহমেদের বিদেশে যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডে টাকা, কুয়েতের পাসপোর্ট, আসবাবসহ তাঁর বসতঘর পুড়ে গেছে।
ফয়সাল তিতাস উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার ছেলে। ফয়সাল বলেন, তাঁকে বিদেশে পাঠানোর জন্য তাঁর বাবা স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ও ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আগুন তাঁর বিদেশে যাওয়ার স্বপ্ন পুড়ে ছাই করে দিয়েছে। পাঁচ লাখ টাকা, কুয়েতের পাসপোর্ট, আসবাবসহ তাঁর বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের হোমনা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন রোমান বলেন, আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে আগুনে ফয়সালের পাঁচ লাখ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই। পরিবারের হাল ধরার জন্য ছেলেটি বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি আর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
আগুনে একটি পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনেছেন বলে জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফয়স ল
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে