কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের যুবক ফয়সাল আহমেদের বিদেশে যাওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডে টাকা, কুয়েতের পাসপোর্ট, আসবাবসহ তাঁর বসতঘর পুড়ে গেছে।

ফয়সাল তিতাস উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার ছেলে। ফয়সাল বলেন, তাঁকে বিদেশে পাঠানোর জন্য তাঁর বাবা স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ও ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আগুন তাঁর বিদেশে যাওয়ার স্বপ্ন পুড়ে ছাই করে দিয়েছে। পাঁচ লাখ টাকা, কুয়েতের পাসপোর্ট, আসবাবসহ তাঁর বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের হোমনা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের বসতঘরগুলো রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন রোমান বলেন, আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে আগুনে ফয়সালের পাঁচ লাখ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই। পরিবারের হাল ধরার জন্য ছেলেটি বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি আর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

আগুনে একটি পরিবারের বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনেছেন বলে জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফয়স ল

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন যেভাবে—

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ