মরা গরুর মাংস বিক্রির দায়ে জেল-জরিমানা
Published: 12th, February 2025 GMT
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে এক মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আনোয়ার। তিনি পৌরসভার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বেড়াডোমা এলাকায় বাছেরের একটি বকরা গরু মারা গেলে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তিন জন মিলে ওই গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করছিল। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে দিলু মিয়ার মাংসঘরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে বলে জানতে পারি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যায়। এসময় হাতেনাতে মরা গরুর মাংস জব্দ করে দুজনকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।’’
তিনি আরও বলেন, ‘‘পরে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা আনোয়ারকে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।’’
ঢাকা/কাওছার/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ