যশোরের শার্শা উপজেলায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায় ছিনতাই সংঘটিত হয়। এ ঘটনায় দুইজন ছিনতাইকারীকে ধরে জনতা পুলিশে দিয়েছে। অপর দুই ছিনতারকারী টাকা নিয়ে পালিয়ে গেছে। 

আটক দুই ছিনতাইকারী হলেন, ঝিকরগাছা উপজেলার কলাগাছী গ্রামের জয়নাল হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৫) ও রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পলাতক ছিনতাইকারী একই উপজেলার ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (২৬) ও কলাগাছী গ্রামের রাব্বেল হোসেন (২৩)।  

আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের মৃত আফছার আলী মন্ডলের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরো পড়ুন:

ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরলেন সার্জেন্ট মামুন

টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে যুবদল নেতা আটক

শার্শা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রুহুল আমিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাভারণ, শার্শা ও উলাশী এলাকায় অন্য ব্যবসায়ীদের কাছ থেকে তার পাওনা টাকা আদায় করে মোটরসাইকেল যোগে বাগআঁচড়া যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চার জন দূর্বৃত্ত রামদা ও ধারালো চাকু নিয়ে শার্শার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে  পিছন থেকে রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় রুহুল আমিন  রাস্তার পাশে পড়ে গেলে তার কাছে ব্যাগে থাকা সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারী তরিকুল ও রাব্বেল মোটরসাইকেল করে পালিয়ে যায়। অন্য দুই ছিনতাইকারী ফয়সাল ও হৃদয় উলাশী মাঠের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে মাঠে থাকা কৃষক আব্দুল কুদ্দুস তাদের ধরে জনতার হাতে তুলে দেয়। 

 এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় উলাশী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি বলেন, ব্যবসায়ীর সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেওয়া হয়েয়ে। 

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করেছে। অন্য দুই ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত টাকা উদ্ধারেরর জন্য পুলিশের অভিযান চলছে। 
 

ঢাকা/রিটন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য় ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম  কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত নিবন্ধ