একটু জোরে হাঁটলেই পা ব্যথা করে, কী করি?
Published: 19th, February 2025 GMT
পাঠকের প্রশ্ন
আমার পায়ের গোড়ালির হাড্ডিতে ইটের আঘাত লেগেছিল। সে সময় তিন দিন পর্যন্ত খুব ব্যথা ছিল। ওষুধ খাওয়ার পর কমে যায়। তবে হাঁটলে পা ব্যথা করত। কিন্তু খুব বেশি ব্যথা না হওয়ায় গুরুত্ব দিইনি। কিন্তু এখন একটু জোরে হাঁটলেই পা ব্যথা করে। আমার এখন কী করা প্রয়োজন?
নাম প্রকাশে অনিচ্ছুক
চিকিৎসকের পরামর্শওষুধ খেয়ে ব্যথা উপশমের কথা বলেছেন। কিন্তু ওষুধের নাম উল্লেখ করেননি। ওষুধ কি নিজের ইচ্ছেমতো দোকান থেকে কিনে খেয়েছেন, নাকি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন, উল্লেখ করলে ভালো হতো। দুর্ঘটনাজনিত আঘাতের সঙ্গে সঙ্গে সুচিকিৎসা নিলে জটিলতা অনেক কমে যায়। আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছেন। আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যথার কারণ জেনে নিন। ইটের আঘাতে আপনার হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার মাংসপেশি কিংবা লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত গোড়ালির এক্স-রে করিয়ে নিন। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুচিকিৎসা গ্রহণ করুন। আশা করি উপকার পাবেন।
আরও পড়ুনওজন কমাতে হাঁটার ‘৬-৬-৬ চ্যালেঞ্জ’ কতটা সাহায্য করে ১৫ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক র
এছাড়াও পড়ুন:
আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!”
মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।”
এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।”
পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা।
লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
ঢাকা/শান্ত