পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Published: 24th, February 2025 GMT
কক্সবাজারে আব্দুল মান্নান নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এই ঘটনা ঘটে।
আবদুল মান্নান কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও একই এলাকার মৌলভী আহামুদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত এবং প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা গেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে পুলিশের একটি দল স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কবিতা চত্বর সড়কে নিয়ে এলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, মোহাম্মদ গুরা মিয়া ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘিরে ধরে। একপর্যায়ে আব্দুল মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে সেখানে পৌঁছান ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা আকতার কামাল। যিনি আব্দুল মান্নানের ছোট ভাই। তিনি পুলিশকে ধাক্কা দিয়ে আব্দুল মান্নানকে ছিনিয়ে নিয়ে যান।
তবে, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আকতার কামাল। তিনি বলেন, ‘‘আমার ভাই কোনো মামলার আসামি নন। পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এর বাইরে আর কিছু ঘটেনি।’’
এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর উদ্দিন বলেন, ‘‘আমি অসুস্থ। এসবের কিছুই জানি না।’’
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খান আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অভিযানে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে ব্যারিকেড না দিয়ে পুলিশ ফিরে আসে।’’
ঢাকা/তারেকুর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।
নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগেসরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।