সিদ্ধিরগঞ্জে ২ হাজার ৬৫৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-৫১-৬৫৩৮) সহ এর চালক মো. রফিক (৪০) কে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

 আটককৃত মো. রফিক ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর পশ্চিম এলাকার মো. হারুনের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ ৭১ হাজার ৭শ টাকা।

এর সত্যতা নিশ্চিত শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে ঢাকার হোসনে দালান এলাকা থেকে নারায়ণগঞ্জ শিবু মার্কেটগামী একটি মিনি কভার ট্রাক পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। ৎ

পরে ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ