Risingbd:
2025-11-03@06:56:07 GMT

গাজীপুরে বিএনপি নেতা বহিষ্কার

Published: 26th, February 2025 GMT

গাজীপুরে বিএনপি নেতা বহিষ্কার

গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতার নাম মো. জাকির হোসেন। তিনি কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ওই ওয়ার্ডের চৈতরপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

আরো পড়ুন:

সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকার নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে: তারেক রহমান

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওপাড়া এলাকায় অবস্থিত একটি শিল্প প্রতিষ্ঠানের ওয়ার্কশপ থেকে মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি বোঝাই করে ওয়েস্টেজ মালামাল বের করা হচ্ছিল। এ সময় জাকির হোসেনের নেতৃত্বে তার দুই ভাই সোহরাব ও রাজিব এতে বাধা দেন। একপর্যায়ে তারা গাড়িচালককে মারধর করেন। এসময় ওয়ার্কশপের দুইজন নিরাপত্তাকর্মী ও একজন জুনিয়র কর্মকর্তা চালককে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়। পরবর্তীতে রাতে পৌর বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাকির হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‍“সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ ও দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। দল তার কোনো অপকর্মের দায়ভার নেবে না। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী দল কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ হোসেন আরমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।”

ঢাকা/রফিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ

নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।

নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ