বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদের নির্বাচনী (লিখিত এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ২ হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এই ফল ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে লোকবল নিয়োগের জন্য গতকাল লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে মোট ২ হাজার ৪৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ১৪ মার্চ পরবর্তী পরীক্ষায় অংশ নিতে হবে। ওই দিন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা) সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকায় সকাল ১০টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের বরাবর পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও কালো কালির বলপয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এর আগে ইস্যুকৃত প্রবেশপত্রের নির্দেশনাবলি যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১৮ ঘণ্টা আগে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ