SunBD 24:
2025-09-18@09:24:02 GMT

সূচকের ধারাবাহিক পতন

Published: 4th, March 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, দর কমেছে ২৬৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।

ডিএসইতে ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৩ কোটি ১৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৭ পয়েন্টে।

সিএসইতে ২২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৯ টির দর বেড়েছে, কমেছে ১৫২ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ল নদ ন ন ট কম ড এসই

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করবে গোল্ডেন হার্ভেস্ট

কারণ ছাড়াই বাড়ছে আরো দুই কোম্পানির শেয়ার দর

‎ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৮৬টির।

এদিন ডিএসইতে মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৩৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬.৬৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬০.৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।

‎সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন