চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর কোমায় থাকার পর এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুলতান মোহাম্মদ আকিব (২৫)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আকিব চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার বাসিন্দা মো.

নুরুল আলমের ছেলে। ২০২৩ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ওই বছরের ৭ মার্চ বিকেলে বন্ধুদের সঙ্গে অটোরিকশায় করে নগরের পতেঙ্গায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। সল্টগোলা ক্রসিং এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাঁদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর কোমায় চলে যান আকিব। তাঁকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সুলতান মোহাম্মদ আকিবের বাবা মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘পরিবারের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে সন্তান জনসেবামূলক কাজ করবে। চিকিৎসক হলেও মানুষের সেবা করার সেই সুযোগ আর পেল না আকিব।’

সাতকানিয়া পৌরসভার সাবেক স্থানীয় কাউন্সিলর আবদুল হালিম প্রথম আলোকে বলেন, মেধাবী সুলতান মোহাম্মদ আকিব খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছিলেন। এলাকার লোকজন তাঁকে খুব পছন্দ করতেন। দুর্ঘটনার পরে প্রায় দুই বছর চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক দ র ঘটন ই বছর

এছাড়াও পড়ুন:

নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।

নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগে

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫

নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।

সম্পর্কিত নিবন্ধ