কয়েক দিন আগে পরিচালক সঞ্জয় সমাদ্দার তাঁর নতুন সিনেমা ‘ইনসাফ’–এর ঘোষণা দিয়েছেন। মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ এই ছবির অন্যতম প্রধান তিনটি চরিত্র। ‘ইনসাফ’ ছবিরই একটি পার্টি গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা মিলা ইসলাম। এই গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে সাত বছরের বিরতি ভাঙলেন তিনি। মিলার গাওয়া এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মিলা।

রেকর্ডিং স্টুডিওতে শওকত আলী ইমন ও মিলা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ