মা-বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার বিকেলে তাঁকে উপজেলার কৃষ্ণপুরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

এদিকে সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করেছেন কৃষ্ণপুরা এলাকার বাসিন্দারা। পরে থানার ওসি এনায়েত হোসেন ন্যায়বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত জাহাঙ্গীর হোসেন কৃষ্ণপুরা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পাশাপাশি প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন। 

এলাকাবাসী জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কাউন্সিলরসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান শীর্ষ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। কিন্তু সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিএনপির একাংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজ ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারতে যান জাহাঙ্গীর হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ