এক ট্রাকের চাকায় পিষ্ট হলো আরেক ট্রাকের হেলপার
Published: 15th, March 2025 GMT
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর নামে আরেক ট্রাকের হেলপার নিহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার আলী মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করছে।
ঘটনাস্থলে থাকা আল মামুনসহ স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ঢাকা/কাওছার/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে