পটুয়াখালীর দুমকী উপজেলার সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বাবার কবর জেয়ারত শেষে নানাবাড়িতে ফিরছিলেন। পথে মুন্সীবাড়ি এলাকায় স্থানীয় মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তাঁকে রাস্তা থেকে তুলে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যায়। গতকাল বুধবার ওই ছাত্রী দুমকী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাকিব মুন্সীকে আটক করা হয়েছে। 

বাগেরহাটে দুই শিশুকে ধর্ষণচেষ্টা 
বাগেরহাটের মোংলা ও ফকিরহাটে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মোংলা পৌর শহরের পারহাউস রোড এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আলী মোল্লা (৩৬) নামের এক দিনমজুরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। অন্যদিকে ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শওকত শেখ (৪৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করে পুলিশ। 

মিঠাপুকুরে প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ
রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী ছাত্রী। মঙ্গলবার উপজেলার চিতলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে বোরকা পরে এলাকা থেকে পালানোর সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। 

কবিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে। 

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্ট ট্রেনিং সেন্টারের মালিক হান্নানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী শ্রমিককে রড দিয়ে পিটিয়ে একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সংবাদ সম্মেলনে অবিলম্বে হান্নানকে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী শ্রমিক রুমি আক্তার আয়েশা। 

পাবনার চাটমোহরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। 

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। সোহাগ একই এলাকার আবুল কাশেমের ছেলে। 

যশোরে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বসয়ী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। গতকাল অভিযুক্ত শিশুকে থানা হেফাজতে নেওয়া হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল শিক্ষার্থী।  

ভোলার লালমোহনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের বিরুদ্ধে। গত মঙ্গলবার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারসংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার তিন ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শিক্ষক মামুনকে গ্রেপ্তার করেছে। 

চট্টগ্রামের হাটহাজারীতে এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে ধর্ষণচেষ্টার অভিযোগে অলি উল্লাহ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল ভোরে হাটহাজারী পৌরসভার আলীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে ধর্ষক রাকিব মিয়া ও তার দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়। 

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আলম মিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে সোনার বাংলা আদর্শ স্কুলের আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। 

সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার অফিস, প্রতিনিধি ও সংবাদদাতা) 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর ছ অন ষ ঠ ত এক শ শ ক ন ম র এক উপজ ল র এল ক য় এ ঘটন ঘটন য় গতক ল

এছাড়াও পড়ুন:

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ২১ দফা দাবিতে শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং একেএম মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক এ আর ফররুখ আহমেদ খসরু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুম, সিনিয়র সাংবাদিক মনির হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মেহবুব মিয়া, দৈনিক পূর্বাভাস পত্রিকার যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক মোখলেসুর রহমান তোতাসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্য্যকর, সাংবাদিকদের বেতন সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রনয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গনমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্যা পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন সহ ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা মানববন্ধন করছি।

বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান অনতিবিলম্ভে আমাদের এসব দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।  

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি এম আর কালাম, নাহিদ আজাদ, বাংলাদেশ নিউজের স্টাফ করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ সুমন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ, বাংলাদেশের খবর পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি আল আমিন, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেন, মানব জমিনের ফতুল্লা প্রতিনিধি আবু সাঈদ পাটুয়ারী রাসেল, মুসলিম টাইমসের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল্লাহ খালিদ রাসেল, চ্যানেল এস এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন মুল্লা, দৈনিক সংগ্রামের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইখতিয়ার রাহয়ান, সাংবাদিক শরিফুল ইসলাম আরজু, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সম্রাট প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএলআরআই নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগে গবিতে মানববন্ধন
  • ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন
  • সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
  • সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত ও ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • আসামিদের গ্রেপ্তারের দাবি, সালমান শাহ ভক্তদের মানববন্ধন