প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ. লীগ নেতা কারাগারে
Published: 23rd, March 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর রোববার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার শ্রীনগর দক্ষিণপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিন মিয়ার ছেলে। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনফিডেন্স কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাঁর মেয়েকে শ্রীনগর গ্রামে জাকির হোসেনের কনফিডেন্স কিন্ডারগার্টেনে ভর্তি করান। নিয়মিত স্কুলে আসা-যাওয়ার এক পর্যায়ে ওই নারীর সঙ্গে জাকির হোসেনের সম্পর্ক গভীর হয়। এ সুবাদে গত ১৫ জানুয়ারি স্কুলের নির্মাণ কাজের কথা বলে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন জাকির। তিন মাসে ধার করা অর্থ পরিশোধের কথা থাকলেও টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন জাকির। এক পর্যায়ে গত ২৫ ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা বলে জাকির ওই নারীকে ডেকে নিয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ করেন। ওই দিন রাতে জাকিরের সহযোগী হোসেন মিয়াও জাকিরের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে জাকির হোসেন ও হোসেন মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষপান করেন প্রবাসীর স্ত্রী। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত শনিবার থানায় অভিযোগ দেন ভুক্তভোগী।
স্থানীয়দের ভাষ্য, ৫ সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে জাকিরের অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। কৌশলে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে জাকির। পরে বিষয়টি জানাজানি হলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ওই নারী বাদী হয়ে শনিবার জাকিরসহ দু’জনের নামে থানায় মামলা করেন। ওই দিন রাতে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ আওয় ম ল গ প রব স র স ত র ওই ন র
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫