সেতুর দুই গার্ডারের মাঝের ফাঁকে আটকে পড়া শিশু উদ্ধার
Published: 25th, March 2025 GMT
সেতুর দুই গার্ডারের মাঝের ফাঁকা স্থানে বাসা বেঁধেছে কবুতর। সে কবুতর ধরতে দুই গার্ডারের মধ্যে ঢোকে ৯ বছরের শিশু নূর মোহাম্মদ। কিন্তু বিপত্তি বাধে বের হওয়ার সময়। শিশুটি আর বের হতে পারছিল না। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া নূর মোহাম্মদ নওগাঁ পৌরসভার কাঁঠালতলী এলাকার রিপন হোসেনের ছেলে। উদ্ধারের পর শিশুটি বর্তমানে সুস্থ আছে। সে পৌরসভার উপশেরপুর এলাকায় তার নানাবাড়িতে আছে।
শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শিশু নূর মোহাম্মদ কয়েক দিন আগে পৌরসভার উপশেরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে যায়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ অন্য শিশুদের সঙ্গে নানাবাড়ির পাশে সুলতানপুর সেতুতে বাসা বাঁধা কবুতর ধরতে যায়। এ সময় তার সঙ্গে আরও দুই শিশু ছিল। কবুতর ধরার জন্য নূর মোহাম্মদ সেতুর উত্তর রেলিংয়ের (সীমানাদেয়াল) পাশে দুই গার্ডারের মধ্যে প্রবেশ করে। কিন্তু এরপর সে আর বের হতে পারছিল না। বিপদ বুঝতে পেরে নূর মোহাম্মদকে উদ্ধারের জন্য তার সঙ্গে থাকা অন্য শিশুরা তার নানাবাড়িতে খবর দেয়। ঘটনাটি জানার পর শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে শিশু নূর মোহাম্মদকে উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারের কার্যক্রম দেখতে সুলতানপুর সেতুর ওপর ও নদীর দুই তীরে শত শত মানুষ জড়ো হন।
নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, গার্ডার সেতুতে দুই গার্ডারের মধ্যে ফাঁকা রাখা হয়। আর গার্ডারের নিচে স্প্রিং থাকে। সেতুর ওপর ভারী যানবাহন উঠলে ওই স্প্রিং লোড নেয়। এ সময় দুই গার্ডারের মধ্যের অংশ নড়াচড়া করে। দুই গার্ডারের মধ্যে ফাঁকা না রাখলে সেতুর গার্ডার ভেঙে পড়ার আশঙ্কা থাকে। প্রযুক্তিগত কারণে দুই গার্ডারের মধ্যে ফাঁকা রাখাই লাগবে। কিন্তু মানুষ ঢুকতে পারে, এত বড় ফাঁকা থাকার কথা নয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ম হ ম মদ প রসভ র
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে