‘বিএনপিতে সংস্কারপস্থিদের স্থান হবে না’
Published: 27th, March 2025 GMT
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আছে, বিএনপিতে কোনো তাঁবেদার ও সংস্কারপন্থিদের স্থান হবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে তৃণমূল বিএনপি বদ্ধপরিকর।’’
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে সোনারগাঁও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘‘একদল কুচক্রীমহল দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, বিএনপি নাকি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যদি কেউ প্রমাণ দিতে পারেন, তাহলে তারেক রহমানের নির্দেশে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’’
আরো পড়ুন:
দলীয় সিদ্ধান্ত পেলে মেয়র পদে শপথ: ইশরাক
‘নির্বাচন যত বিলম্ব হবে, আরেকটি ফ্যাসিস্ট মাথাচাড়া দেবে’
সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু প্রমুখ।
আলোচনাসভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা/অনিক/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স উপজ ল
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।