ট্রেন দেখতে গিয়ে প্রাণ গেল নানা-নাতনির
Published: 27th, March 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নানা-নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘইল উত্তরপাড়া এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল হোসেন সরদার (৫৫) ও উপজেলার চর-মিরকামারী গ্রামের ইসমাইল হেসেনের মেয়ে মুনতাহা (৫)। সম্পর্কে তারা নানা-নাতনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ করার জন্য সম্প্রতি মুনতাহা নানার বাড়িতে বেড়াতে আসে। আজ ইফতারের আগ মুহূর্তে নানার কাছে ট্রেন দেখার আবদার করে শিশুটি। নাতনির ইচ্ছা পূরণে রাজি হয়ে যান নানা। নিয়ে যান বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের কাছে। সে সময় ঈশ্বরদী জংশন স্টেশনের দিক থেকে একটি ট্রেনের ইঞ্জিন আসতে দেখে মুনতাহা রেললাইনের ওপর উঠে যায়। এসময় নাতনিকে বাঁচাতে বাবুল হোসেন সরদারও রেললাইনে উঠেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুজন রেললাইনের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে বাবুল হোসেন সরদারকে মৃত অবস্থায় পান। আহতাবস্থায় মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম নত হ সরদ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়