Samakal:
2025-08-01@01:57:19 GMT

বিসিএস প্রিলিমিনারি

Published: 6th, April 2025 GMT

বিসিএস প্রিলিমিনারি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে চাইলে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস, পরিচিতি, বিভিন্ন পরিষদ, মহাসচিব, শান্তিরক্ষা মিশন, বিশেষায়িত সংস্থা, বাংলাদেশ ও জাতিসংঘ, এলডিসি, এসডিজিসহ অন্য তথ্যগুলো শিখে নিতে হবে। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। যেমন– বিশ্বব্যাংক, আইএমএফ ও বিশ্ব বাণিজ্য সংস্থা। রাজনৈতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আসিয়ান, বিমসটেক, ব্রিকস, ওআইসি, কমনওয়েলথ, ন্যাম, আরব লিগ, অ্যামনেস্টি, জিসিসি, জি-২০, জি-৭ এবং ওপেক খুব গুরুত্বপূর্ণ। এসব সংস্থার প্রতিষ্ঠাকাল, সদরদপ্তর, মহাসচিব, সদস্য সংখ্যা, সর্বশেষ সম্মেলন এবং আলোচিত অন্য তথ্যগুলো জানতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলির টপিকস ভিত্তিক  সাজেশন: 
l    ভারত, চীন, জাপান, মিয়ানমার, ইসরায়েল খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া নেপাল, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইরান, ইরাক, তুরস্ক ভালো করে পড়তে হবে।
l    ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র কী কী, তাদের রাজধানী জানতে হবে।
l    আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা, মিসর খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া আফ্রিকার শিং, আরব বসন্ত পড়তে হবে।
l    উত্তর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, অঙ্গরাজ্য, বিভিন্ন প্রেসিডেন্টের অবদান, হোয়াইট হাউস, আইনসভা ভালো করে পড়তে হবে। 
l    সংগঠনগুলো খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ  থেকে গঠনের প্রেক্ষাপট, সদরদপ্তর, মূল অঙ্গসংগঠন, শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘ ও বাংলাদেশ ভালো করে পড়তে হবে। জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থার সদরদপ্তর খুব গুরুত্বপূর্ণ।
l    এ ছাড়া সংগঠনগুলোর মধ্যে ব্রিকস, জি-২০, সার্কের বিস্তারিত, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক গ্রুপ, ন্যাম, কমনওয়েলথ, আরব লিগ, সিরডাপ, বিমসটেক, ওআইসি, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনাল, অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভালো করে পড়তে হবে।
l    পরিবশেগত বিষয় থেকে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাস,  জলবায়ু পরিবর্তন, বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর, পরিবেশবাদী সংগঠন, কিয়োটা প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, কপ সম্মেলন। 
এ ছাড়া আন্তর্জাতিক দিবস, বিভিন্ন ধরনের চুক্তি ও যুদ্ধ এবং সাম্প্রতিক বিশ্ব জানতে হবে (খেলাধুলা, সূচক, নোবেল, সম্মেলন, সদস্যসংখ্যা)।
এ ছাড়া আন্তর্জাতিক দিবস, বিভিন্ন ধরনের চুক্তি ও যুদ্ধ এবং সাম্প্রতিক বিশ্ব জানতে হবে (খেলাধুলা, সূচক, নোবেল, সম্মেলন, সদস্য সংখ্যা)। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স এস

এছাড়াও পড়ুন:

কমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজারের সঙ্গে নানা সুবিধা

কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের। কমনওয়েলথভুক্ত দেশের আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। ওই দিন বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।

আর্থিক যে সুবিধা মিলবে এ ফেলোশিপে—

*যুক্তরাজ্যে যাওয়া ও নিজ দেশে আসার উড়োজাহাজ টিকিট;

*ভিসা প্রসেসিং ফির সুবিধা;

*লিভিং অ্যালাউন্স হিসেবে মাসে মিলবে ২ হাজার ১০৪ ব্রিটিশ পাউন্ড (৩ লাখ ৪৫ হাজার ৩৬৭ টাকা, ১ পাউন্ড সময় ১৬৪.১৫ টাকা ধরে, ২৯ জুলাইয়ের হিসেবে)। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে মিলবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড।

*যুক্তরাজ্যে যাওয়া আসার ভাতার জন্য মিলবে ১১৮৩.২০ পাউন্ড;

*যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থায় যাওয়া ও সভায় যোগ দেওয়ার জন্য সর্বোচ্চ ২,০০০ পাউন্ড পাবেন কেউ এ ফেলোশিপ পেলে।

শিক্ষাবৃত্তি

সম্পর্কিত নিবন্ধ

  • কমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজারের সঙ্গে নানা সুবিধা