Samakal:
2025-09-18@00:59:25 GMT

বিসিএস প্রিলিমিনারি

Published: 6th, April 2025 GMT

বিসিএস প্রিলিমিনারি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে চাইলে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস, পরিচিতি, বিভিন্ন পরিষদ, মহাসচিব, শান্তিরক্ষা মিশন, বিশেষায়িত সংস্থা, বাংলাদেশ ও জাতিসংঘ, এলডিসি, এসডিজিসহ অন্য তথ্যগুলো শিখে নিতে হবে। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। যেমন– বিশ্বব্যাংক, আইএমএফ ও বিশ্ব বাণিজ্য সংস্থা। রাজনৈতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আসিয়ান, বিমসটেক, ব্রিকস, ওআইসি, কমনওয়েলথ, ন্যাম, আরব লিগ, অ্যামনেস্টি, জিসিসি, জি-২০, জি-৭ এবং ওপেক খুব গুরুত্বপূর্ণ। এসব সংস্থার প্রতিষ্ঠাকাল, সদরদপ্তর, মহাসচিব, সদস্য সংখ্যা, সর্বশেষ সম্মেলন এবং আলোচিত অন্য তথ্যগুলো জানতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলির টপিকস ভিত্তিক  সাজেশন: 
l    ভারত, চীন, জাপান, মিয়ানমার, ইসরায়েল খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া নেপাল, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইরান, ইরাক, তুরস্ক ভালো করে পড়তে হবে।
l    ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র কী কী, তাদের রাজধানী জানতে হবে।
l    আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা, মিসর খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া আফ্রিকার শিং, আরব বসন্ত পড়তে হবে।
l    উত্তর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, অঙ্গরাজ্য, বিভিন্ন প্রেসিডেন্টের অবদান, হোয়াইট হাউস, আইনসভা ভালো করে পড়তে হবে। 
l    সংগঠনগুলো খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ  থেকে গঠনের প্রেক্ষাপট, সদরদপ্তর, মূল অঙ্গসংগঠন, শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘ ও বাংলাদেশ ভালো করে পড়তে হবে। জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থার সদরদপ্তর খুব গুরুত্বপূর্ণ।
l    এ ছাড়া সংগঠনগুলোর মধ্যে ব্রিকস, জি-২০, সার্কের বিস্তারিত, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক গ্রুপ, ন্যাম, কমনওয়েলথ, আরব লিগ, সিরডাপ, বিমসটেক, ওআইসি, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনাল, অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভালো করে পড়তে হবে।
l    পরিবশেগত বিষয় থেকে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাস,  জলবায়ু পরিবর্তন, বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর, পরিবেশবাদী সংগঠন, কিয়োটা প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, কপ সম্মেলন। 
এ ছাড়া আন্তর্জাতিক দিবস, বিভিন্ন ধরনের চুক্তি ও যুদ্ধ এবং সাম্প্রতিক বিশ্ব জানতে হবে (খেলাধুলা, সূচক, নোবেল, সম্মেলন, সদস্যসংখ্যা)।
এ ছাড়া আন্তর্জাতিক দিবস, বিভিন্ন ধরনের চুক্তি ও যুদ্ধ এবং সাম্প্রতিক বিশ্ব জানতে হবে (খেলাধুলা, সূচক, নোবেল, সম্মেলন, সদস্য সংখ্যা)। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স এস

এছাড়াও পড়ুন:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র রিফাদ মাহমুদ সিএসএর ভিপি নির্বাচিত

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন শেখ রিফাদ মাহমুদ। তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। ভোটে ভারত, ঘানা ও নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ী হয়েছেন রিফাদ।

সিএসএর ভিপি পদ তিনটি। এর একটিতে জয়ী হয়েছেন রিফাদ। ভাইস প্রেসিডেন্ট-ভিপি (অ্যাডভোকেসি অ্যান্ড পার্টনারশিপশ) পদে জাস্টিস অ্যালর এবং ভাইস প্রেসিডেন্ট-ভিপি (কমিউনিকেশন অ্যান্ড রিসার্স) পদে প্রিন্সেস অ্যাকলাতসে জয়ী হয়েছেন। তাঁরা দুজনই ঘানার শিক্ষার্থী।

গত বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নির্বাচনে ১০টি পদে ভোট গ্রহণ হয়, যেখানে প্রতিটি দেশের একজন প্রতিনিধি ভোট দেন। এখানে রিফাদের জয় শুধু রিফাদের নয়, বাংলাদেশের তরুণ সমাজের অনন্য অর্জন।

রিফাদ বলেছেন, সব শিক্ষার্থী সমান সুযোগ পান না। অনেককেই নানা চ্যালেঞ্জ পেরিয়ে আসতে হয়। এর মধ্যে আর্থিক সংকট বড় চ্যালেঞ্জ। এ কারণে বিশ্বে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খান। তাঁদের পাশে দাঁড়ানো অন্য শিক্ষার্থীদেরও দায়িত্ব। তিনি আরও বলেন, ‘আমি এমন একটা কর্মসূচি নিতে চাই, যেখানে শিক্ষার্থীরা পকেট মানি ও টিফিনের টাকা সঞ্চয় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এখান থেকে এমন একটা তহবিল তৈরি করা যাবে, যেটি আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর কাজে আসবে। অর্থের অভাবে কেউ যেন লেখাপড়ায় পিছিয়ে না যায়।’

লন্ডনে অবস্থিত ব্রিটিশ কমনওয়েলথ সেক্রেটারিয়েটের অধীন শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ‘সিএসএ’। রিফাদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করছেন। ইউরোপীয় ইউনিয়নের যুব প্যানেলে ‘ইইউ ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফান্ড’ পর্যবেক্ষণেও কাজ করছেন। এর আগে গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদে এবং ওয়ার্ল্ড ফুড ফোরামের যুব পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে রিফাদ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। একই বছর গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা অর্জন করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র রিফাদ মাহমুদ সিএসএর ভিপি নির্বাচিত