চট্টগ্রামের চন্দনাইশে কলেজছাত্রী ভাগনিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবক তার খালা ফরিদা বেগম (৬০) ও খালু আবদুল হাকিমকে (৭৫) ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। গত মঙ্গলবার গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু আক্তার অভিযুক্ত নাজিমের খালাতো বোনের মেয়ে। অভিযুক্ত নাজিম পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

জানা যায়, উপজেলার এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে আরজু নয়াপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার রাত ১২টার দিকে খালা ফরিদা বেগমের বাড়িতে আসে অভিযুক্ত নাজিম। রাতে আরজু বাথরুমে গেলে ওত পেতে থাকা নাজিম তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মুখে কাপড় গুঁজে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ বাথরুমেই ফেলে রাখে। এ সময় বৃদ্ধ ফরিদা ও আবদুল হাকিম দেখে ফেললে তাদের ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার চেষ্টা করে।
এদিকে, নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণ অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাড়ির একটি কক্ষে এই ধর্ষণের ঘটনা হয়।

নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে। মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আহসানুল কবির (৩৭) রংপুর সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। 
ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের ফলে এক কিশোরী (১৩) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। গত ১২ জানুয়ারি উপজেলার কমলেশ্বরদী এলাকার মুকুল শেখ (৪৮) কিশোরীকে চেতনানাশক চকলেট খাইয়ে ধর্ষণ করে। এ ছাড়া ভাঙ্গায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদা দেলোয়ার মোল্লার (৫০) বিরুদ্ধে। গত সোমবার দুপুরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়। আসামি কাদের শেখ (৬০) মাজগ্রাম এলাকার মৃত সোনাই শেখের ছেলে।

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল মাহফুজ মিয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার গজারিয়া বাঁশগাড়ি গ্রামের নয়াহাটি এলাকার রবিকুল মিয়ার ছেলে।

পিরোজপুরের নাজিরপুরে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ করে তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ফাঁস হলে ওই পুত্রবধূকে হত্যার উদ্দেশ্যে কীটনাশক খাওয়ানো হয়। উপজেলার উত্তর কাটাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নারী উদ্যোক্তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদকে সুনামগঞ্জের তাহিরপুর বদলি করা হয়েছে। গত সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক শ শ ক উপজ ল র এল ক র এ ঘটন

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ