চট্টগ্রামের চন্দনাইশে কলেজছাত্রী ভাগনিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। পরে ওই যুবক তার খালা ফরিদা বেগম (৬০) ও খালু আবদুল হাকিমকে (৭৫) ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। গত মঙ্গলবার গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু আক্তার অভিযুক্ত নাজিমের খালাতো বোনের মেয়ে। অভিযুক্ত নাজিম পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

জানা যায়, উপজেলার এলাহাবাদ সওদাগরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে আরজু নয়াপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার রাত ১২টার দিকে খালা ফরিদা বেগমের বাড়িতে আসে অভিযুক্ত নাজিম। রাতে আরজু বাথরুমে গেলে ওত পেতে থাকা নাজিম তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মুখে কাপড় গুঁজে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ বাথরুমেই ফেলে রাখে। এ সময় বৃদ্ধ ফরিদা ও আবদুল হাকিম দেখে ফেললে তাদের ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার চেষ্টা করে।
এদিকে, নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণ অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাড়ির একটি কক্ষে এই ধর্ষণের ঘটনা হয়।

নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে। মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আটক আহসানুল কবির (৩৭) রংপুর সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। 
ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের ফলে এক কিশোরী (১৩) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। গত ১২ জানুয়ারি উপজেলার কমলেশ্বরদী এলাকার মুকুল শেখ (৪৮) কিশোরীকে চেতনানাশক চকলেট খাইয়ে ধর্ষণ করে। এ ছাড়া ভাঙ্গায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদা দেলোয়ার মোল্লার (৫০) বিরুদ্ধে। গত সোমবার দুপুরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীতে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়। আসামি কাদের শেখ (৬০) মাজগ্রাম এলাকার মৃত সোনাই শেখের ছেলে।

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল মাহফুজ মিয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার গজারিয়া বাঁশগাড়ি গ্রামের নয়াহাটি এলাকার রবিকুল মিয়ার ছেলে।

পিরোজপুরের নাজিরপুরে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ করে তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ফাঁস হলে ওই পুত্রবধূকে হত্যার উদ্দেশ্যে কীটনাশক খাওয়ানো হয়। উপজেলার উত্তর কাটাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নারী উদ্যোক্তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদকে সুনামগঞ্জের তাহিরপুর বদলি করা হয়েছে। গত সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক শ শ ক উপজ ল র এল ক র এ ঘটন

এছাড়াও পড়ুন:

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।” 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ