যুক্তরাষ্ট্রে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ৩
Published: 12th, April 2025 GMT
মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান তিনজন নিহত হয়েছেন। বোকা র্যাটোন বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সকাল ১০ টা ২০ মিনিটের দিকে, তিনজন আরোহী নিয়ে একটি সেসনা ৩১০ বোকা র্যাটোন বিমানবন্দর থেকে ছেড়ে তালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময় পর সেটি বিধ্বস্ত হয়।
আরো পড়ুন:
চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
গাজায় পুনরায় হামলা ইসরায়েলের ‘ভুল’ পদক্ষেপ: ব্রিটিশ প্রধানমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি মহাসড়কের ওপর পড়ে আছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
বোকা র্যাটোন ফায়ার ডিপার্টমেন্টের সহকারী প্রধান মাইকেল লাসাল নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় বিমানটির তিনজনই হয়েছেন।
এফএএ জানিয়েছে, তারা এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার আশেপাশের পরিস্থিতি তদন্ত করছে।
দুর্ঘটনার পর প্রকাশিত এক বিবৃতিতে বোকা র্যাটোনের মেয়র স্কট সিঙ্গার প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জরুরি সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
বিমান বিশেষজ্ঞ ও মার্কিন বিমান বাহিনীর সাবেক পাইলট উইলার্ড শেপার্ড সিবিএস নিউজ মিয়ামিকে বলেছেন, একজন প্রত্যক্ষদর্শী বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে দেখেছেন এবং ‘কিছু সমস্যা’ হয়েছে বলে মনে হচ্ছে। দুর্ঘটনার আগে বিমানটি বোকা র্যাটোন বিমান বন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, “অবশ্যই, খুব ভয়াবহ কিছু ঘটেছিল এবং বিমানটি সেখানেই বিধ্বস্ত হয়েছিল।”
এর আগে গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ব ম ন ব ধ বস ত দ র ঘটন ব ম নট
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ