বাড়ি ফেরার পথে যুবককে পেছন থেকে গুলি, পাঠানো হলো ঢাকায়
Published: 12th, April 2025 GMT
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চৌপল্লী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত রুবেল হোসেনকে (৩২) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। রুবেল সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচাকেনা নিয়ে রুবেল হোসেন ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চৌপল্লী বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল হোসেনকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রুবেলের বাঁ হাতের কব্জিতে গুলি লাগে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা.
এ ঘটনায় আলমগীরের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, আধিপত্য ও মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্ব থেকেই এ হামলা হয়েছে বলে ধারণা করছি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আহত
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন