কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং তাঁর অনুসারীরা আওয়ামী লীগের প্রতিচ্ছবি হয়ে উঠছেন বলে অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুরাদনগর উপজেলার নেতা–কর্মীরা।

‘মুরাদনগরের সাধারণ ছাত্র–জনতা’ ব্যানারে তাঁরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বর্তমানে এনসিপির সঙ্গে যুক্ত মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহের মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি কামরুল হাসান, ভাঙ্গুরা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব নেতা–কর্মী এত দিন দুঃশাসনের প্রতীক ছিলেন, তাঁরা এখন সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছত্রচ্ছায়ায় নতুন রূপে দাপটের সঙ্গে ফিরে এসেছেন।

শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা, চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা এসব কাজের সঙ্গে জড়িত রয়েছেন অভিযোগ তাঁদের।

এ সময় বক্তারা মুরাদনগর উপজেলায় আইনের শাসন প্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলা এনসিপির আহ্বায়ক মিনহাজুল হক অভিযোগ করেন, হামলা, ভাঙচুর ও দখলদারত্বের সঙ্গে জড়িত ব্যক্তিরা সাবেক এমপি মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুসারী। তিনি বলেন, ‘৫ আগস্ট–পরবর্তী সময়ে তাঁরা মুরাদনগরে সব অপকর্ম করে বেড়াচ্ছেন। অপকর্মের প্রতিবাদ করায় তাঁরা আমাদের ওপর একাধিকবার হামলা করেছেন। বিভিন্ন সময়ে ভিত্তিহীন অপবাদ দেওয়ারও চেষ্টা করেছেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর শাখার সাবেক আহ্বায়ক ওবায়েদ উল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে উপদেষ্টার আত্মীয় পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হচ্ছে, অথচ এসবের কোনো প্রমাণ নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আমার তেমন কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। সাধারণ নাগরিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করছি। কয়েক দিন আগে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবেদ করায় আমার ওপর স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা হামলা করেন।’

এসব অভিযোগের বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন।

সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। তিনি উল্টো অভিযোগ করেন, যাঁরা ঢাকায় এই সংবাদ সম্মেলন করছেন, তাঁরাই এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করছেন।

এই বিএনপি নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচার ও নির্যাতনে আমরা গত ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতা শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে থাকতে পারেননি। আমাদের বিরুদ্ধে ৭১টি মামলা দেওয়া হয়েছে। ১৭ বছরে ৩৪টি ঈদের একটিও বাড়িতে করতে পারেনি। তাহলে আমরা কেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে যাব?’

একজন উপদেষ্টার নির্দেশে স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মহিউদ্দিন অঞ্জন। বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র দনগর উপজ ল র অন স র ব এনপ র কর ম র আওয় ম সদস য

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন।  সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

আরো পড়ুন:

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। 

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি
  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মুরাদনগরে উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫
  • বন্দরে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা আয়াত গ্রেপ্তার  
  • মুরাদনগরে দুই সন্তানসহ নারীকে হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার, পরিবার বলছে ষড়যন্ত্র
  • কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার